প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৩:৫৪ এ.এম
পাবনায় জেলা বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ: মামলা নথিভুক্ত না হওয়ার সংবাদ সম্মেলন
মামুনুর রহমান, ঈশ্বরদী পাবনা।।
শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩২ টি মিথ্যা মামলা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকারের ষড়যন্ত্রে ও ব্যক্তিস্বার্থ চরিতার্থের কারণে রাজনৈতিকভাবে নথিভুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি ) দুপুর ২ টার দিকে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করা হয়। এর আগে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এসব ষড়যন্ত্রকারী ও কুচক্রী নেতাদের বহিষ্কার ও শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করে দলের সর্বস্ত—রের নেতাকর্মী। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিগত স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী বৃহৎ আন্দোলনে এখানে সর্বাধিক মামলা ও হামলার শিকার হয় বিএনপি সহ অসংখ্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত ০৫ আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে বিগত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিগত ২০০৯ সাল হতে ২০২৪ পর্যন্ত স্বৈরাচার হাসিনা সরকারের দায়েরকৃত সকল মামলা রাজনৈতিকভাবে নথিভূক্ত করার আহবান জানান।
এসব বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা আসে যে, নিজ নিজ উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার তালিকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলার নথিপত্র যাচাই-বাছাই করে সর্বমোট ৩২টি রাজনৈতিক মামলা হিসেবে নথিভূক্ত করে পাবনা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে দিয়েছিলাম।
তিনি অভিযোগ করে আরও বলেন, পাবনা জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলি আদালতে নথিভূক্ত হলেও, আমরা মনে করছি জেলা বিএনপির কিছু ষড়যন্ত্রকারী নেতার সু-কৌশল হস্তক্ষেপে এবং ব্যক্তিস্বার্থ চরিত্রার্থের কারণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলি নথিভুক্ত করা হয় নাই। উপরোক্ত মামলাগুলো নথিভুক্ত না হাওয়ার বিষয়ে অবগত হওয়ার পরে পাবনা জেলার বিএনপি দায়িত্বরত নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দেননি। পাবনা জেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দের ষড়যন্ত্রমূলক এহেন কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দের অতিদ্রæত তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.