প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৫:৪০ পি.এম
পটুয়াখালী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি,আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন কৃষকরা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সদর রোডে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষি কর্মকর্তার শ্বশুরবাড়ি পটুয়াখালী পৌরসভায় হওয়ায় তিনি সেখানকার আত্মীয়-স্বজনদের বিশেষ সুবিধা দিয়ে আসছেন। সাধারণ কৃষকদের পরিবর্তে তিনি তার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে বিভিন্ন সময়ে সরকারি বরাদ্দ থেকে প্রণোদনার সুবিধা দিয়েছেন।
আওয়ামী লীগপন্থি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে নিজে আর্থিক সুবিধা নিয়ে অনিয়ম করেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে যোগদানের পর থেকেই মোস্তাফিজুর রহমান আর্থিক অনিয়ম ও দুর্নীতি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাসিমা আক্তার, হাজী আহমেদ, মান্নান, জাহাঙ্গীরসহ শতাধিক কৃষক।
মানববন্ধনে কৃষকরা জানান,সরকারি প্রণোদনা পাওয়ার জন্য অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়।
চলমান প্রণোদনার আওতায় মুগডাল, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখীসহ অন্য ফসলের জন্য সুবিধা বিতরণেও অনিয়মের অভিযোগ করেন কৃষকরা।
মানববন্ধনে উপস্থিত কৃষকরা দ্রুত এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণের দাবি জানান।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, একটি ব্যবসায়িক মহল তাদের স্বার্থ হাসিল করতে না পেরে দীর্ঘদিন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিলেন। তাদের ইন্ধনেই এ মানববন্ধন করা হয়েছে। আমার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগ নেই। এসব অভিযোগকারীরা কৃষক নন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.