ছবি সংগৃহীত:যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি।
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে মহানগর যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির বিরুদ্ধে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের নিতাইগঞ্জস্থ নাসিক ভবনে সিইওর নিজ কার্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বেশ কয়েকজন সিনিয়র নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, এ ঘটনা অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন মন্টি মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সংশ্লিষ্টদের তথ্য সূত্রে জানা যায়, নাসিক নিকটস্থ নিতাইগঞ্জ এলাকায় বাসমতি নামের রেস্টুরেন্টের জায়গায় নাসিক মালিকানাধীন জায়গা লিজ নেয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত।
তবে বর্তমানে এই রেস্টুরেন্টের জায়গাটি বর্তমানে মিজানুর রহমানের নামের লিজ দেয়া রয়েছে। যিনি সিটি করপোরেশনের(নাসিক) প্রথম শ্রেণির ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ানের শ্বশুর।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গন আন্দোলনের পর থেকেই এই রেস্টুরেন্টের জায়গাটির লিজ নেয়ার চেষ্টা চালিয়ে আসছেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি।
সোমবার(২৭ জানুয়ারি) বিকেলে যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টিসহ ৩০/৩৫ জন অনুসারী নিয়ে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার(সিইও) কাছে লিজের বিষয়ে জানতে চাইলে, একপর্যায়ে মন্টি প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর চড়াও হয়। সেই সিইওর টেবিলে চাপড়িয়ে উচ্চস্বরে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন।
এসময় নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেখে নিবেন বলে প্রকাশ্যে হুমকিও প্রদান করেন।
এর পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপুসহ অন্যান্য নেতাদের খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
পরে উপস্থিতিতে মোয়াজ্জেম হোসেন মন্টি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দুঃখিত বলে চলে আসেন।
এ ঘটনার বিষয়ে যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, ‘একটা বিষয় নিয়ে সিইওর সাথে ছোটখাটো তর্কবিতর্ক হয়েছিল। তবে এটা নরমাল বিষয়। যেমন চলতি পথে কথায় কথায় তর্ক হয়ে থাকে, এরকম।এছাড়া আর কিছুই না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,তাদের দুজনের মধ্যে কিছু মতপার্থক্য কারনে এ ঘটনা ঘটেছে। তবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরেকজন যুবদল নেতা। আমি তা মিটিয়ে ফেলছি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, একটা হালকা বিষয় নিয়ে যুবদল নেতার সাথে সামান্য সমস্যা হয়েছিল।পরে তিনি ক্ষমা চেয়ে চলে গেছেন।তবে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.