প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৬:৪২ পি.এম
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নিয়াজ হত্যা চেষ্টা মামলার আসামি সালাউদ্দিন গ্রেপ্তার
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দরে নিয়াজ উদ্দিন আহমেদ (৫৩) নামের এক ব্যবসায়ীয় কাছে চাঁদার দাবিতে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের কৃত মামলার এজহার নামীয় আসামি সালাউদ্দিন ওরফে সালুকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২ জানুয়ারি) দিবাগত রাতে বন্দর নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হত্যা চেষ্টা ও ভাংচুর মামলার আসামি সালাউদ্দিন নবীগঞ্জ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র।
এর আগে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ সহ ১৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী নিয়াজ উদ্দিন।
যাহার মামলা নং - ৩২, তাঃ ২৬/১২/২৪ ইং। ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৮০/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন টি হোসেন রোড এলাকায় বাদী নিয়াজ উদ্দিন এর কদমরসুল কমিউনিটি সেন্টার নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। মামলায় অভিযুক্ত বিবাদী এহসান চেয়ারম্যান এর নির্দেশে অপরাপর বিবাদীগণ তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় উপরোক্ত বিবাদীরা বাদীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে নেয়। পরবর্তীতে বিবাদীরা বাদীর কাছ থেকে পুনরায় ২,০০,০০০/ টাকা চাঁদা দাবি করে থাকে। বিবাদীদের দাবিকৃত সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা দীর্ঘদিন যাবৎ বাদীকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে আসছিল। পরবর্তীতে ধার্যকৃত চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ী নিয়াজ উদ্দিন ও তার ভাগিনা বাবুর উপর বিবাদীগণ হামলা করে এবং ব্যবসায়ী নিয়াজ উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা সহ তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান কদম রসুল কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে।
আটক সালাউদ্দিনকে ২ জানুয়ারি দুপুরে আদালতে প্রেরন করে বন্দর থানা পুলিশ।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.