বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে 'বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সোহান সরকার, জেলা তথ্য কর্মকর্তা, কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ-ফজলুল হক রুমন রেজা, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্র শিবিরের মহানগর সাধারণ সম্পাদক অমিত হাসান, আমিনুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, জাহিদ হাসান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা।
এ সময় জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম অবহেলার নষ্ট হওয়ার উপক্রম, এ দুটি স্টেডিয়াম সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামগুলোতে গ্যালারি, খেলোয়াড়দের কক্ষ এবং স্যানিটেশন সুবিধার অভাব রয়েছে।
তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদী পরিষ্কার করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগও পর্যাক্রমে নেওয়া হবে।
শিক্ষার প্রসার ঘটাতে শহরের দুটি গ্রন্থাগার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে এবং এ বছরেই তা সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন।
শিক্ষকদের উদ্দেশে ডিসি বলেন, সমাজে শিক্ষকদের অবস্থান ধরে রাখা এবং ছাত্রদের সামনে আদর্শ হয়ে ওঠার দায়িত্ব শিক্ষকদেরই। মেধা গুরুত্বপূর্ণ, তবে সামাজিক আচরণ এবং দায়িত্ববোধও সমানভাবে পালন করা প্রয়োজনীয়।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.