স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) জেলার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্ররা জেলায় মামলা বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।এছাড়াও তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন সহ তাদের স্মরণে স্মৃতি ফলক নির্মানের জন্য জেলা প্রশাসকের(ডিসি) প্রতি আহবান জানান।
পাশাপাশি ছাত্র জনতার প্রতিনিধিরা জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থতি, শিক্ষার পরিবেশ, নদী ও বায়ুদূষণের ব্যাপারে জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ কামনা করেন।
এসময় জেলা প্রশাসক(ডিসি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেলার সকলকে সাথে নিয়ে ঐক্যবন্ধ হয়ে মাদকমুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব নারায়ণগঞ্জ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব)স্থানীয় সরকার, মো. আলমগীর হুসাইন,(অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) মোঃ সাকিব-আল-রাব্বি(অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক) ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাগন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.