বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করেছে।সরকার।
সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত জানানো হয়েছে।
এর পূর্বে গত ৩০ ডিসেম্বর কুষ্টিয়া দায়িত্বরত জেলা প্রশাসক( ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।আজ তা স্থগিত করা হলো।
এবিষয়ে জেলা প্রশাসক(ডিসি) মাহমুদুল হক দৈনিক সমকালীন কাগজকে বলেন, নারায়ণগঞ্জবাসী সহ আপনাদের ভালোবাসার প্রতিফল হিসেবে সরকার পুরস্কৃত করেছেন,আমি অনেক আনন্দিত আপনাদের মাঝে থেকে ফের সার্বিক সহযোগিতাসহ সেবা করার সুযোগ পেয়ে।নারায়ণগঞ্জবাসীর কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই দূরদর্শিতা, দক্ষতা, তীক্ষতার সাথে পেশাদারিত্বের নারায়ণগঞ্জবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
প্রসঙ্গত গত ৫ই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের সকল ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তীক্ষ্ণতার ও অক্লান্ত পরিশ্রমের সাথে জেলা সুসংহত রেখেছে পাশাপাশি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সার্বিক পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি একজন বুদ্ধিমত্তা ও সদাচারী ব্যক্তিত্ব হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন।তার এই দূরদর্শিতার ফলশ্রুতিতে সরকার তাকে পূর্ণ বহাল রেখেছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.