প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৫:৪৯ পি.এম
ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকার মহাখালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক নেতা কাজী রাইসুল ইসলাম সেলিমকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা এলাকায় গ্রীন লাইন পরিবহনের গতিরোধ করে তাকে অপহরণ করা হয়। অপহরণের ২০ ঘন্টা অতিবাহিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়।
মৌ করন ইউপি চেয়ারম্যান সেলিমের চাচাত ভাই কাজী দ্বিলীপ জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে লেবুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রীন লাইন পরিবহনে রওয়ানা হন ইউপি চেয়ারম্যান সেলিম। পরিবহনটি ভাঙ্গা অতিক্রম করার পর পিছনে থাকা একটি মাইক্রোবাস গ্রীণ লাইন পরিবহনের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল লোক পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাশেদুল ইসলাম সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বুধবার (১ জানুয়ারি) সকালে চেয়ারম্যানের স্ত্রী এর কাছে অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে অপহরণকারীরা ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করলে পরিবারের লোকজন প্রাথমিকভাবে জানতে পারে যে ইউপি চেয়ারম্যান সেলিমকে অপহরণ করা হয়েছে। পারিবারিক একটি সূত্র জানায় অপরণকারীদের সাথে সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি রাতের মধ্যেই চেয়ারম্যানকে উদ্ধার করা সম্ভব হবে। এজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এখন পর্যন্ত নিচ্ছেন না। ধারণা করা হচ্ছে অপহরণকারীরা ইউপি চেয়ারম্যান কাজী রাশেদ হাসান সেলিমকে ঢাকার সদরঘাট এলাকার কোন অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, কেরানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি দেখছে। চেয়ারম্যান যেহেতু আমাদের সদর উপজেলার তাই আমরা কেরানীগঞ্জ থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.