প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৫:৪৭ পি.এম
টেকনাফে বিজিবি অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক-৬

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফ নাফ নদীতে অভিযান চালিয়ে ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ১টি সাম্পান নৌকা ৬ জন মাদক কারবারিকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, জানান, বুধবার রাত ২.৩০ ঘটিকায় সীমান্ত নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
মিঠাপানিরছড়া,গ্রামের-নুর হবির,ছেলে মোঃ ফয়সাল (২০),
একি এলাকার -আব্দুর রহিমের ছেলে মোঃ আরমান (২০)
আব্দুল মুন্নাফ ছেলে মোঃ বুখার উদ্দীন (৩০),
জহির আহম্মদ, ছেলে মোঃ শফিক উদ্দিন (২০),
সদর বটতলি -,ওয়াস করনী, ছেলে জসিম উদ্দিন (২১)
কুতুপালং এফডিএমএন ক্যাম্প,২০ নম্বর এলাকার-আব্দুর সাত্তার, ছেলে
মোঃ কামাল হোসেন, (২০)
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, বলেন “বুধবার রাতে সীমান্ত নাফ নদীর দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি টহলদল কর্তব্যরত ছিল। বিআরএম-৩ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান সাগরপথে মায়ানমার হতে ইঞ্জিন চালিত সাম্পান নৌকার সাহায্যে বাংলাদেশে আসার গতিবিধি সনাক্ত করা হয়। সন্দেহভাজন নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে অধিনায়ক, ২ বিজিবির নেতৃত্বে একটি বিশেষদল দ্রুত জলযান ফ্যান্টমের সাহায্যে গভীর সাগরে অভিযান পরিচালনা করে। অভিযান দলের লেঃ কমান্ডার মোঃ সাদিক রাফি অত্যন্ত দক্ষতার সাথে নৌযানটি পরিচালনা করে গভীর সাগরে নৌকাটি ধাওয়া করলে অভিযান দলটি মাদক পাচারকারী দলটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে নৌকার ভিতর হতে ০৬ জন আসামীসহ ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ০৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহণের দায়ে বর্নিত নৌকা আটক করা হয়।
আটককৃত আসামীদের জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। জানান বিজিবির এ কর্মকর্তা।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.