প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ৩:৫২ এ.এম
কুলাউড়ায় ‘সাঁঝবেলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় রাজনীতিবিদ ও লেখক শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরস্থ দক্ষিণ বাজার এলাকার একটি হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন।
ড. রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কবি ইব্রাহিম খলিল ও শহিদুল ইসলাম তনয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বরিশাল-১ সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রকিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম আয়েশা সিদ্দিকা, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, কবি মোস্তফা মহসিন, তৈমুল হোসেন খান, শেলুর রহমান, তাহেরুন্নেসা চৌধুরী বিনা, আবু সুফিয়ান প্রিন্স, শফিক মিয়া আপিয়ান, নিমাল্য মিত্র সুমন, কদরুল হক মারুফ, অমলেন্দু চক্রবর্তী বিপুল, অধ্যাপক গিয়াস উদ্দিন বাবলু, প্রভাষক খালিক উদ্দিন, অপূর্ব শর্মা, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, ওয়াহিদ মুরাদ, সাংবাদিক মুক্তাদির হোসেন, স্বপন দেব রতন, নাজমুল বারী সোহেল প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন তার সাঁঝবেলা বইয়ে জুলাই-আগস্ট বিপ্লবের পটভূমিসহ সামাজিক-রাজনৈতিক বিষয়সমূহ উল্লেখ করে বইটি তারেক রহমানকে উৎসর্গ করে বলেছেন, প্রবাসীরা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক। তাই তাদেরকে মন্ত্রীসভায় স্থান দেওয়া উচিত।
তারা আরও বলেন, ৫ আগস্ট প্রাথমিক বিজয় হয়েছে। দানব শক্তির পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আগামীতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে ছাত্রজনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
সভার পূর্বে অতিথিরা শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’-এর প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.