প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০১ পি.এম
আব্দুল সাত্তার কলেজের অ্যাডহক কমিটির সভাপতিকে পদত্যাগে আলটিমেটাম

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। দিয়েছে নতুন সভাপতিকে পদত্যাগে আলটিমেটামও। দাবি না মানলে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের হুঁশিয়ারি।
বুধবার ( ২২ জানুয়ারি) সকালে কলেজ মাঠে মানববন্ধন করে এসব দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি কাউকে না জানিয়ে গোপনে জসিম উদ্দিনকে অ্যাডহক কমিটির সভাপতি করা হয়। এতে তাকে সহায়তা করেছেন কলেজটির অধ্যক্ষ রুহুল আমিন। শিক্ষার্থীরা জানান, নতুন সভাপতি আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। ছাত্রজীবনে শিক্ষক লাঞ্ছিত করে বহিষ্কার হয়েছেন তিনি।
জানা গেছে, কমিটির বিষয়টি প্রকাশ্যে আসে গত ১১ জানুয়ারি। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। হয়েছে বিভিন্ন কর্মসূচিও। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সিও। এর জেরে গত ২০ জানুয়ারি নজরুলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন জসিম উদ্দিন। তবে তার দাবি, ছোট ভাইকে মারধরের ঘটনায় তিনি মামলা করেছেন।
এদিকে ওই মামলার ঘটনায় বুধবার দুপুরে চরমোন্তাজ স্লুইস বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। সভায় বক্তারা বলেন, কমিটি বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে নজরুল অংশ নেওয়ায় ক্ষুদ্ধ হয়েছিলেন সভাপতি জসিম। প্রতিক্রিয়ায় মামলা করেছেন তিনি। এ সময় অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
এ প্রসঙ্গে জানতে জসিমকে ফোন করলে তিনি নিজেকে উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ নজরুল এসব করছেন। নজরুলের পছন্দের ব্যক্তি সভাপতি না হাওয়ায় তিনি ক্ষুব্ধ। আমার ছোট ভাই রিয়াজকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নজরুল বলেন, ‘নাটক সাজিয়ে জসিম আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় রয়েছেন। এলাকাবাসী এ ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.