আফিয়া আলম সিলভা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।।
আইনি সহায়তা মানুষের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষত দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। তবে বিভিন্ন দেশে আইনি সহায়তার কাঠামো, পরিসর এবং কার্যকারিতায় ভিন্নতা দেখা যায়। বাংলাদেশ, ভারত এবং ডেনমার্ক এই ক্ষেত্রে তিনটি ভিন্ন উদাহরণ।
বাংলাদেশের আইনি সহায়তা
বাংলাদেশে আইনি সহায়তা প্রদান করে ন্যাশনাল লিগাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন (NLASO)। ২০০০ সালে প্রণীত আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর আওতায় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সেবা দেওয়া হয়। NLASO-এর বার্ষিক প্রতিবেদন (২০২২) অনুযায়ী, ২০২২ সালে ১ লক্ষাধিক মামলা পরিচালনা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেবা সম্পর্কে মানুষের অজ্ঞতা এবং মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। গ্রামীণ জনগণের জন্য সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও দক্ষ আইনজীবীর অভাব এবং বিচারিক কাঠামোর সীমাবদ্ধতা বাংলাদেশে আইনি সহায়তা ব্যবস্থার বড় বাধা।
ভারতের আইনি সহায়তা
ভারতের আইনি সহায়তা ব্যবস্থা পরিচালিত হয় ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি (NALSA)-এর মাধ্যমে। সংবিধানের অনুচ্ছেদ ৩৯এ-এ সব নাগরিকের জন্য বিনামূল্যে আইনি সেবার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রি-লিটিগেশন মেকানিজমের মাধ্যমে মামলা শুরুর আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ এবং অনলাইন আইনি সহায়তা প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে প্রযুক্তির ব্যবহার ভারতের উল্লেখযোগ্য দিক। তবে পর্যাপ্ত সম্পদ এবং দক্ষ পেশাদারের অভাব ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারি উদ্যোগ এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা ভারতের দরিদ্র জনগণের জন্য সেবাকে সহজলভ্য করেছে।
ডেনমার্কের আইনি সহায়তা
ডেনমার্কের আইনি সহায়তা ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম উন্নত। দরিদ্র ও মধ্যবিত্ত উভয় শ্রেণি সহজেই এই সেবা পায়। স্টেট-ফান্ডেড লিগাল এইড স্কিমের আওতায় মামলার খরচ আংশিক বা পুরোপুরি সরকার বহন করে। এছাড়া, বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থার মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় সম্ভব হয়। ADR পক্ষগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে ভালো সম্পর্ক গড়ে তুলতেও সাহায্য করে।
তুলনামূলক বিশ্লেষণ
বাংলাদেশ, ভারত এবং ডেনমার্কের আইনি সহায়তার মধ্যে উল্লেখযোগ্য ভিন্নতা রয়েছে। বাংলাদেশে সেবা কেবল দরিদ্র জনগণের জন্য সীমাবদ্ধ, ভারতে এটি কিছুটা বিস্তৃত, আর ডেনমার্কে প্রায় সবাই এটি পেতে পারে। ভারতে প্রযুক্তি ব্যবহার বাড়ানো হয়েছে, যেখানে বাংলাদেশে এটি এখনও সীমিত। বিকল্প পদ্ধতির ক্ষেত্রে ডেনমার্কের ADR মডেল অত্যন্ত কার্যকর, যা বাংলাদেশ ও ভারতে সীমিতভাবে প্রচলিত।
বাংলাদেশ, ভারত এবং ডেনমার্কের মধ্যে তুলনা করলে দেখা যায়, ডেনমার্কের মডেল সবচেয়ে কার্যকর এবং আধুনিক। তবে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সিস্টেম উন্নত করা সম্ভব। ভারত এবং ডেনমার্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের আইনি সহায়তার ব্যবস্থা আরও উন্নত করা যেতে পারে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.