স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোধনাইল এনায়েতনগর ৮ নং ওয়ার্ড বৌবাজার এলাকায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে থানার বৌবাজার এলাকার সাততলা নামে একটি বাড়ির বাথরুম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রহিমা খাতুন বৌবাজার এলাকার আব্দুর রব প্রধানের স্ত্রী। তবে রহিমা খাতুনের মৃত্যু নিয়ে তার স্বামী আব্দুর রব প্রধান ও তার সন্তানের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
বৃদ্ধার মৃত্যু নিয়ে রহিমা খাতুনের স্বামী আব্দুর রব প্রধান জানান, তার স্ত্রী রহিমা খাতুন গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে রহিমা খাতুনের ছেলে আবু কাউছার রাজুর ভাষ্যমতে তার মাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। তিনি সরাসরি বড় ভাই নিহতের বড় ছেলে শামিম হাসানের দিকে সন্দেহের তীর ছুড়ছেন।
এ ঘটনা বিষয়ে নিহতের বড় ছেলে শামিম হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা নিছক আত্মহত্যা, তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলেই সত্যিটা জানতে পারবে, এবং রিপোর্টে যা আসবে তা-ই সত্যি।
স্থানীয়রা জানান, রহিমা খাতুনের সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। নিহত বৃদ্ধার গলায় এক ধরনের ক্ষত সহ ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে পরিবার থেকে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে কিছু স্বাভাবিক মৃত্যু নাটক সাজানো চেষ্টা চলছে বলে পরিবারের থেকে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সোহাগ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক সুরতহালে কিছু অস্বাভাবিক তথ্য তুলে ধরা হয়েছে বলে পরিবারের থেকে অভিযোগ করা হচ্ছে।
বিস্তারিত আরও আসছে...
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.