সোনারগাঁ প্রতিনিধি।।
সামাজিক উন্নয়ন ও ভালো কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন স্বেচ্ছাসেবী সংগঠন “ ইচ্ছে ডানা”র পরিচালক ও দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আব্দুস সালাম সুজন।
শুক্রবার(২৭ ডিসেম্বর) গ্রামভিত্তিক সামাজিক উন্নয়ন সংস্থা ভট্টপুর- ষোলপাড়া ও বানীনাথপুর সংগঠন এর উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।এসময় সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠনের সভাপতি ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান (জামান) স্যার, ও সংগঠনের সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাছেদ আহম্মেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিউদ্দিন প্রধান, সংগঠনের অন্যতম পরিচালক হারুন অর রশীদ, মিলন, হুমায়ুন কবীর ,সোনারগাঁও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ইয়াছিন প্রধান প্রমূখ।
সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের সমাজের ও গ্রামের দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। পাশাপাশি মাদক নির্মুল করতে আমরা বদ্ধ পরিকর। মাদক আমাদের সমাজের তরুণ সমাজকে বিপদগামী করছে তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটা রোধ করা সম্ভব । ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে বুঝিয়ে মাদক সেবন থেকে দূর সরিয়ে আনতে সক্ষম হয়েছি । আমাদর এ চেষ্টা অব্যহত থাকবে। আমরা যেন অন্ধকার থেকে তাদের আলোর পথ দেখাতে পারি তার জন্য সর্বদা চেষ্টা করে যাছি।
সংগঠনের সদস্য সচিব বাছেদ আহাম্মেদ বলেন, আমরা প্রতিমাসে এ সংগঠনের উদ্যোগে বেশ কয়েকজন দুস্থ হতদরিদ্র মানুষকে মাসিক খাদ্যসামগ্রী উপহার দিয়ে থাকি । ভবিষ্যত এ কার্যক্রম আরও বদ্ধি পাবে। আর আমাদের এই সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক সুজন এ সংগঠনের হয়ে সামাজিকভাবে প্রথম ভালো কাজ করায় আমরা তাকে সম্মাননা জানিয়েছি। এছাড়াও তিনি একজন স্বেচ্ছাসেবী সংগঠক ও উদ্যোক্তা তাই অন্যরাও যেন এরকম ভালো কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেই প্রত্যাশা করি। এসময় দুইজন প্রবাস ফেরত সদস্যক ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন হুমায়ন কবীর ও মশিউর আলম।
সাংবাদিক আব্দুস সালাম সুজন বলেন, আমাকে এ পুরস্কার দিয়ে অনুপ্রানিত করার জন্য গ্রামভিত্তিক সামাজিক উনয়ন সংস্থা ভট্টপুর-ষোলপাড়া ও বানীনাথপুর সংগঠনের সকল সদস্যবর্গকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি সেই আশা রাখি। এ সংগঠনের কার্যক্রম ধারাবাহিকতা থাকলে অবশ্যই সমাজের উন্নয়নে ভুমিকা রাখবে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে এ রকম উদ্যোগ গ্রহন করি তাহলে আমাদের সমাজের চিত্র বদলে যাব।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.