স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনিকা পারভিন নাম (৪৫) এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে মনির (৩৫) নাম এক মাদকসেবী বখাটে যুবক। পুলিশ ওই বখাটেকে আটকের পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভাগী মনিকা পারভিন জানান, বিয়ের পরে তিনি রূপগঞ্জের তারাবো এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করেন। বর্তমান তার স্বামী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবিকার তাগিদে সৌদি আরব গেছেন। তিনি ছোট দুই ছেলে সিয়াম (১৬) ও সিহাদেকে (১৪) নিয়ে রূপগঞ্জের স্বামীর বাড়িতে বসবাস করেন। স্বামী-সন্তান প্রবাসে থাকার সুযোগে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি মনির তাকে একা পেলে প্রায়ই উত্ত্যক্ত করতো এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতো।
গত রাববার (৩০ ডিসম্বর) দুপুরে রাস্তায় একা পেয়ে বখাটো মনির আবারও ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ো দেশীয় অস্ত্র নিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা করতে ধাওয়া করে।
এসময় জীবন বাঁচাতে দৌড়ে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে দিলে মাদক কারবারি মনির ঘরের দরজা-জানালায় ধারালো দা দিয়ে কাপাতে থাকে। এসময় উপায়ান্ত না পেয়ে তিনি জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। ফোন পেয়ে রূপগঞ্জ থানা থেকে এএসআই মোহাম্মদ ইমরান ও কনস্টেবল মো. রিয়াদ ঘটনাস্থলে এসে এ ঘটনার সত্যতা পান। তবে তারা মাদক কারবারির বাড়ি গিয়ে আটকের পর মোটা অংকের টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়ে পুলিশ ফিরে যায়।
বিষয়টি রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীকে জানালে তিনি এসআই মমিনুর রহমানকে পাঠান বিষয়টি তদন্ত করতে। তিনি এসে জানতে পারেন আগের দুই পুলিশ সদস্য ঘুষ পেয়ে ওসিকে জানিয়েছেন মাদক কারবারি মনিরের মানসিক সমস্যা আছে। সে কারণে বিভিন্ন সময়ে অনেককে মারধর করে। সে আসলে মানসিক রোগী। এ কারণে তাকে গ্রেপ্তার করো থানায় নিয়ে যাননি।
পরবর্তীতে ওই গহবধূ থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। অভিযাগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন রূপগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ।
থানায় অভিযোগ করায় ওই বখাটে এখন নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে ছুরি নিয়ে ওই গৃহবধূকে হত্যার জন্য প্রকাশ্যে ঘারাঘুরি করছে। শুধু তাই নয়, গৃহবধূর দুই ছেলেকেও অপহরণ করার হুমকি দিয়েছে বখাটে মনির।
সন্ত্রাসী মনির প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরলেও তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ কিছুই বলছেনা আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছেন।
এদিক, প্রাণনাশের আশঙ্কায় স্বামীর বাড়ি ছেড়ে সোনারগাঁ বাবার বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছেন ভুক্তভাগী ওই গৃহবধূ। সোমবার সেখানেই তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এ ব্যাপার কথা বলার জন্য রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেনকে একাধিকবার কল করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.