প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৫:২২ পি.এম
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।এসময় জাতীয় পতাকা উত্তোলন,র্যালি,মানববন্ধনসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।এছাড়া দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান।পরে দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম।এরপর পতাকা উত্তোলন শেষে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।পরে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।এরপর অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন।আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় আর্থিকসহ সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে পরিবার হতে উন্নত চর্চা শুরুর আহ্বান জানান জেলা প্রশাসক।প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের কাছে দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রদত্ত সুযোগ কাজে লাগানোর এবং সকলে মিলে যার যার অবস্থান হতে দুর্নীতি প্রতিরোধে কাজ করারও আহ্বান জানান।এসময় সভায় সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানান বিশেষ অতিথি মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসক ও অর্থ)মোহাম্মদ বদিউজ্জামান।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান গাজীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দুদক নারায়নগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন,সনাক সহ-সভাপতি শহীদ-ই-হাসান তুহিন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম।আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী,জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক কামাল হোসেন খন্দকার,জেলা দুর্নীতি বিরোধী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সী(বৃক্ষপ্রেমী),সনাক সভাপতি ফজলুর রহমান সহ আরও অনেকে।আলোচনা সভায় টিআইবি মুন্সীগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব হোসেনের সঞ্চালনায় টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য এডভোকেট পাপিয়া আক্তার নীলু এবং দাবি ও সুপারিশসমূহ উত্থাপন করেন ইয়েস সদস্য মিনহাজুল ইসলাম।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.