প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:২০ এ.এম
ভৈরবে সিএনজির ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

নয়ন মিয়া, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়ন মানিকদী চৌমুরী বাজারে সিএনজির ব্যাটারি চুরি হওয়ায় চোরকে মাইক ভাড়া করে গালিগালাজ করেন রিদয় (২৮) মিয়া নামের এক ব্যক্তি।
সোমবার (২৩ই ডিসেম্বর) সকাল ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সিএনজিতে মাইক লাগিয়ে চোরকে মনের দুঃখে গালিগালাজ করছে এক ব্যক্তি।
খবর পেয়ে তাৎক্ষণিক দৈনিক সমকালীন কাগজ পত্রিকার ভৈরব প্রতিনিধি যাওয়ার পর দেখতে পাই,গালিগালাজ করা ব্যক্তির নাম হৃদয় মিয়া।হৃদয় ভৈরব উপজেলা গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়া ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।গত শনিবার আনুমানিক ৯টার দিকে সিএনজি চালিয়ে বাড়িতে এসে, সিএনজির ব্যাটারি খুলে মায়ের ঘরে রাখেন।রাখার পর কিছু সময়ের মধ্যে চুরি হয়ে যায়।
হৃদয়ের ঘরে গিয়ে দেখা যায়, ঘরের চাল নেই, জানালা নেই, বৃষ্টি হলে পানি পড়ে।পলিথিন দিয়ে কোনো রকম ঘরের চালা আটকিয়ে রেখে বৌ বাচ্চা নিয়ে মানবতের জীবনযাপন করছে।
এ বিষয়ে হৃদয় বলেন,আমি গরীব মানুষ, অন্যের সিএনজি ভাড়া করে চালিয়ে দিনে কিছু টাকা রোজগার করে কোনো রকম দিন পার হয় বৌ বাচ্চা নিয়ে। এর মধ্যে প্রতিদিন মহাজন কে ৫০০ টাকা হাজিরা দিতে হয়।এমতাবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবন সহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে পায়ে ধরেছি।কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না।পরে রাগে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করি।এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।
মানিকদী চৌমুরী বাজারে মাইকের দোকানদার মোঃ আবেদ উল্লাহ বলেন, সকালে একটি লোক পাগলের মতো এসে মাইক ভাড়া চায়।প্রথমে আমি দিতে চাইনি,পরে অনেক অনুরোধ করার পর মাইক ভাড়া দেয়।তারপর দেখলাম মাইক সিএনজি তে লাগিয়ে চোরকে গালিগালাজ করছে।
সিএনজির মালিক মাসুদ মিয়া বলেন, হৃদয় আমার সিএনজি প্রতিদিন ভাড়া নিয়ে চালায়,দৈনিক ৪৫০ টাকা ভাড়া দেয়।চুরির ঘটনাটি শোনার পর অনেক কষ্ট হয় আমার, তখন তো আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না।আমি বড়জোর কিছু দিনের ভাড়া মওকুফ করে দিতে পারবো তা ছাড়া আমার পক্ষে সম্ভব না। এলাকাবাসী জানান এসব চুরি ছিনতাই হওয়ার পিছনে একমাত্র মাদক কারবারি এবং মাদক সেবনকারী দায়ী তারা সারারাত মাদক সেবন করার পর পকেটে টাকা না থাকার কারণে এ ধরনের কর্মকান্ড করে সব সময়, এজন্য এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.