প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৫:০৬ পি.এম
বাউফলে সহপাঠীকে ইভটিজিং: প্রতিবাদে করায় ছুরিকাঘাতে আহত-২ শিক্ষার্থী
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এসময় আহত দুই শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহত’রা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গতকাল রবিবার কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বহিরাগত আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষনিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে আজ সোমবার কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আলভি ও রিশাদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায়। এসময় তাদের ছুরিকাঘাতে ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন আহত হয়েছেন।
কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ‘ইভটিজিং এর বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। ইভটিজিং এর প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে কলেজের সভাপতি ও ইউএনও মহোদয়ের সাথে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক থানায় অভিযোগ করা হবে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন,‘ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.