প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:৩১ এ.এম
পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট (আরএনপিএল) পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করা হয়েছে। উৎপাদনে যাওয়ার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য বিদ্যুৎ কেন্দ্রটি আপাতত বন্ধ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর ) ভোরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
এখন পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করা হয়েছে।
৭ দিন পর পুনরায় এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে খবরটি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহ মনি জিকো।
পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহমনি জিকো জানান, গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আর এখন পটুয়াখালী পাওয়ার প্লান্টের সঞ্চালন লাইন সংস্থাপনের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। আগামী সাত দিন পর আমাদের (পায়রায়) বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।
পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, আমাদের পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশন নির্মাণসহ সব নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম/দ্বিতীয় সপ্তাহের দিকে আমরা পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট উৎপাদনে আসতে চাই।
জানা গেছে, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশেই কলাপাড়ার ধানখালী ইউনিয়নে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত নতুন এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশনে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.