বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র হাজীগঞ্জ কিল্লারপুর এলাকার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (১ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।এ সময় ডাকাত সদস্যরা প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এই ঘটনায় সোমবার সকালে বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নাঈম হাসান দৈনিক সমকালীন কাগজকে বলেন, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যানরা বিদ্যুৎ অফিসের দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১২/১৫ জনের একটি ডাকাত দল দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তাদেরকে মারধর করে মোবাইল ফোনগুলো ছিনিয়ে নিয়ে নেয়।
পরবর্তীতে ডাকাত দলের সদস্যরা ১০০ মিটার কপার লুপ তার যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার, ৫০ হাজার টাকার ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও ৪০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টিভি নিয়ে যায়। একই সঙ্গে দায়িত্বে থাকা ৬ জনের মোবাইল ফোন ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অফিসের পেছনের দিকে একটা দেওয়াল নিচু ছিল। সেই নিচু দেওয়াল টপকে ১৫/২০ জনের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে।এসময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তাদেরকে মারধর করে বেঁধে ফেলে। এ সময় ডাকতরা নগদ টাকাসহ বিভিন্ন ধরনের বিদ্যুৎতের কাজে ব্যবহত মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা তদন্ত কাজ অব্যাহত রেখেছি,ডাকাত সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
(Editor & Publisher-Islam)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.