প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:৪৩ পি.এম
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ(না'গঞ্জ)প্রতিনিধি।।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ পরিবেশ দপ্তরের উপ পরিচালক এ. এইচ এম রাসেদ, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আহমেদ, জাপমাস এর নারাণয়গঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির সভাপতি আকরাম হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক বলেন, জুলাই আগস্ট আন্দোলনে যত পরিমান হতাহতের ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সারা দেশের মানুষকে একত্রিত থাকতে হবে। সমাজে অপরাধ প্রবনতা কমিয়ে আনা সহ দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সিন্ডিকেট ভাংতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারনের সহযোগিতা প্রয়োজন। তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে। মানবাধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যানে কাজ করতে হবে।
পরে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়। এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। নবগঠিত কমিটি : সভাপতি মোঃ আকরাম হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, মহাসচিব মোহাম্মদ বাদল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ জাহাঙ্গীর খান, কোষাধক্ষ্য মোঃ হাসিবুর রহমান, দপ্তর সচিব আবদুল রব, আইন বিষয়ক সচিব মোঃ হাফিজুর রহমান মাসুদ, প্রচার সচিব মোঃ ইমরান হোসেন, পরিবেশ বিষয়ক সচিব মোঃ কামাল, মহিলা বিষয়ক সচিব রেহানা পারভিন, সহকারি মহিলা বিষয়ক সচিব মিনারা আক্তার নিগার, নির্বাহী সদস্য মোঃ ফজলে রাব্বি, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোঃ আমির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সুমন, মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ আফরোজা বেগম।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.