প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৩:৫৩ এ.এম
কুলাউড়ায় এক যুগ পরে বিএনপির দুটি অংশের কোন্দলের অবসান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
দীর্ঘ এক যুগেরও বেশি দিন ধরে কোন্দলে বিপর্যস্ত মৌলভীবাজারের কুলাউড়া বিএনপি'র বিরোধ নিষ্পত্তি হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়। দীর্ঘদিনের বিরোধ শেষ হওয়ায় আগামী দিনের দলীয় সকল কর্মকান্ড এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
রোববার (১লা ডিসেম্বর) মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বিবাদমান দুটি অংশকে নিয়ে তাঁর বাসভবনে দীর্ঘ বৈঠকে বসেন। চারঘন্টাব্যাপী চলে এ বৈঠক। সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দীর্ঘ সময় চলা এ বৈঠকে বিএনপি'র বিবাদমান দুটি অংশের নেতৃবৃন্দের বক্তব্য একে একে তিনি ধৈর্য্য সহকারে শুনেন। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা সাংগঠনিক কর্মকাণ্ড যথাযথভাবে মেনে চলার জন্য তিনি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। ওই বৈঠকে অংশ নেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, সমন্বয়ক মো.হেলু মিয়া, আনিসুজ্জামান বায়েস, কুলাউড়া উপজেলা বিএনপি'র নেতার মধ্যে উপস্থিত ছিলেন শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, রেদোয়ান খাঁন, শামীম আহমদ চৌধুরী,আব্দুল মন্নান, আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, রফিক আহমেদ, সুফিয়ান আহমদ, আব্দুল মোক্তাদির মুক্তার, হাজী রফিক মিয়া ফাতু, আলমগীর হোসেন ভুঁইয়া, সরোয়ার আলম বেলাল, দেলোয়ার হোসেন,শামীম আহমেদ,আকদ্দস আলী,বদরুল হোসেন খাঁন, ফারুক আহমেদ পান্না,শেখ শহীদুল্লাহ, রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, ব্রাহ্মণবাজার ইউপি সদস্য ছয়ফুল ইসলাম, সুরমান আহমদ ও রুমেল আহমদ প্রমুখ।
বৈঠকে জেলা আহ্বায়কের প্রতি আস্থা রেখে নেতৃবৃন্দরা বলেন জেলা বিএনপি'র বিভক্তির কারণে আমরা উপজেলাও বিভক্ত ছিলাম। দীর্ঘ দিন রাজনৈতিক মতবিরোধের কারণে কুলাউড়ায় আমরা একে অন্যের সাথে একসাথে বসতে পারিনি। দলকে তৃণমূলে সুসংগঠিত করা যায়নি।এমনকি সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানেও আমরা একে অন্যের সাথে খোলামেলা বসতে পারিনি। অথচ আমরা একদল করি কিন্তু দলের বিভক্তির এ দুরত্বের কারণে আমরা এক সাথে দলকে তৃণমূল পর্যায়ে সাজাতে বা সুসংগঠিত করতে পারিনি। আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দেয়ায় আমাদের সুযোগ হয়েছে খোলা মেলা কথা বলার। যা অতীতে এ সুযোগ আমরা পাইনি। নেতৃবৃন্দ আরও বলেন, দলে জেলার ঐক্য বিনষ্ট হলে উপজেলা বিনষ্ট হয়,উপজেলা বিনষ্ট হলে এর প্রভাব ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে। এতে দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়। যার ফলে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, ঠিকমতো দল পরিচালনা করা যায় না। এর ফলে দল তৃণমূলের দিকে দুর্বল হয়ে পরে।
নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন তারেক রহমানের নির্দেশ হচ্ছে- দলে কোনো বিভেদ ও মতভেদ রাখা যাবে না। দল করতে হলে আমরা সবাই দলের হাই কমান্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। এবার সুযোগ হয়েছে দলকে তৃণমূল থেকে জেলা পর্যন্ত শক্তিশালী করার। এরই মধ্যে আমরা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রতিটি স্তরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছি। এখন থেকে দলে আর কোনো পকেট কমিটি করা হবে না। স্বজনপ্রীতি চলবে না। দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা কঠোরভাবে মেনে চলা হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। ফজলুল করিম ময়ূন আরোও বলেন বিগত ফ্যাসিষ্ট হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যেসকল নেতৃবৃন্দ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়েই কমিটি গঠন করা হবে। সে জন্য জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সভায় প্রতিটি উপজেলার সমন্বয়কারীদের টিমদের এরই মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এখন দলকে সুন্দর সুষ্ঠুভাবে কর্মীসভা করে প্রতিটি স্তরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে সহযোগিতা করার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে খুশিতে কুলাউড়া বিএনপি'র বিবাদমান দুটি অংশের নেতৃবৃন্দ একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এবং কুলাউড়া উপজেলায় ঐক্যবদ্ধভাবে দলকে তৃণমূল থেকে শক্তিশালী করার ঘোষণা দেন।
প্রসঙ্গত, আগামী ৬ই ডিসেম্বর কুলাউড়া বিএনপি'র ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে। আসন্ন উপজেলা বিএনপি'র কাউন্সিলকে সামনে রেখে ১২ই ডিসেম্বর কর্মী সমাবেশের আয়োজন করা হচ্ছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.