প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৬:৪৩ পি.এম
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলেন মৌলভীবাজারের ফাতেমা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত “শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৪”এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কন্যা ফাতেমা জান্নাত রিয়া।
সারাদেশের ৬৪টি জেলা এবং পরবর্তীতে বিভাগীয় ভাবে বাছাইয়ের মধ্যে সেরা ২০ জনের *জাতীয় পর্যায়ে* রিয়া হয়েছেন ৪র্থ স্থান অর্জনকারী সবচেয়ে চমকপ্রদ বিষয় সেরা ১০ জনের মধ্যে তিনিই রিয়া একমাত্র নারী।
রিয়া কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (CURE)*-এর ভাইসচেয়ারপার্সন। মাত্র ২০বছর বয়সে তিনি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সফলভাবে কাজ করছেন। তার কাজের ক্ষেত্রগুলো হলো: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউথ ফোরাম মৌলভীবাজার, GPC, Volunteer Opportunities,Volunteer for Inclusion,FSCD Volunteer,Forgotten Women,Save Sylhet,Rotaract Club সহ বেশ কয়েকটি সংঘটন।
২০২১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রজেক্ট অফিসার হিসেবে নিয়োজিত হন।
২০২৪ সালের ২৬শে জুন রিয়া গ্লোবাল পিস চেইন-এর এম্বাসাডর হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার স্বেচ্ছাসেবী কর্মজীবনে তিনি ২০০টিরও বেশি প্রজেক্ট, ট্রেনিং এবং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করেছেন। তার কাজের জন্য তিনি বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও রিওয়ার্ড অর্জন করেছেন।
লেখাপড়ায়ও তিনি অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তার ঝুলিতে রয়েছে একাধিক GPA-5 সার্টিফিকেট রিয়া চায় তার মতো অন্য মেয়েরাও স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করে নিজেদের গণ্ডির বাইরে গিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখুক। শুধু নিজ জেলা নয়, বরং সারাদেশের উন্নয়নে অবদান রাখুক। তিনি বিশ্বাস করেন—দেশটা আমাদের, দেশের জন্য কাজ করাটা আমাদের নৈতিক দায়িত্ব।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.