প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৫:৫২ পি.এম
অপসাংবাদিকতা মানব সভ্যতাকে কলুষিত করে: মুন্সীগঞ্জে কাদের গনি

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে৷যারা ভালো সাংবাদিকতা করে মানুষ তাদের ওপর আস্থা রাখে,বিপদ আসলে পাশে দাঁড়ায়।ভালো সাংবাদিকতা না করায় আজ অনেককে পালাতে হয়েছে।এটা গণমাধ্যমের জন্য বড্ড লজ্জার।সাংবাদিকদের এ নেতা বলেন, বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল বিষয়।এটি ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয়।গণমাধ্যমে সত্যের অপলাপ ও ফরমায়েশি সাংবাদিকতা কাম্য নয়। অপসাংবাদিকতা সমাজ,দেশ তথা মানব সভ্যতাকে কলুষিত করে।সত্যের জয় সবসময় নিশ্চিত।তাই সত্য প্রকাশ করা ও সত্য অনুসন্ধান করাই সাংবাদিকতার একমাত্র কাজ।
রবিবার(২৯ ডিসেম্বর)সকালে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন বার্ষিক সাধারণ সভায় তিনি এসব বলেন।মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিএফিউজ'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন,সহ-সভাপতি একেএম মহসিন,সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো:শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: রুবেল।কাদের গনি চৌধুরী বলেন,এখন বাংলাদেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা খুব একটা দেখা যায় না।বস্তুনিষ্ঠতা মানে হল কোনও ঘটনাকে বা বিষয়কে বাড়িয়ে বা কমিয়ে না বলা।রিপোর্টারের ব্যক্তিগত পছন্দ অপছন্দ যাই থাক কোনও মন্তব্য থাকবে না রিপোর্ট-এ।ঘটনা এবং বিষয়ে অনিবার্যভাবে একাধিক পক্ষ থাকে।পক্ষপাতহীনতা মানে সাংবাদিক কোনও পক্ষে নেই এবং ভারসাম্যপূর্ণভাবে সব পক্ষের কথা তথ্যের মধ্যে দিয়েছেন।ন্যায্যতা মানে দুজনের দাবিই যত ন্যায্যভাবে সম্ভব তুলে ধরে রিপোর্ট করা।ওবায়দুর রহমান শাহীন বলেন,সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বিবেচিত।গণতন্ত্র,সুশাসন ও আইনের শাসনের নিরন্তর সহযোগী।কাজেই সংবাদপত্রের বিরুদ্ধে দমন-পীড়ন কোনোভাবেই কাম্য নয়।
শহিদুল ইসলাম বলেন,ভালো সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি অপ সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সাংবাদিকরা যেন একটি স্বস্তি নিয়ে কাজ করতে পারে সে লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন কাজ করছে।
তিনি বলেন,গত ১৫ বছর দেশ সাংবাদিকতা বলে কিছুই ছিল না।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.