অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে মিজমিজি আলামিন নগর এলাকায় আফতাব উদ্দিনের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, নিহতের নাম কাঞ্চন নাহার (৩৪)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। আটক স্বামীর নাম মোতালিব মিয়া (৩৮)। তিনি একই এলাকার মায়েস উদ্দিনের ছেলে।
জানা যায়, স্বামী-স্ত্রী দুজন আফতাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। স্বামী মোতালিব মিয়া আদমজী ইপিজেডে ইউনেস্কো বিডি লিমিটেড নামক পোশাক কারখানায় ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত। স্ত্রী কাঞ্চন নাহার লিন্টাস বিডি নামক পোষাক কারখানার স্যাম্পল বিভাগে কাজ করতেন।
আটক স্বামীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক নিবির বলেন, শনিবার দিবাগত রাত ১০টার দিকে কাঞ্চন নাহার মোবাইলে কথা বলছিলেন। এ সময় স্বামী মোতালেব স্ত্রীর কাছে জানতে চায় কার সঙ্গে কথা বলছে। তখন স্ত্রী সংযোগ বিচ্ছিন্ন করে ডায়াল লিস্টের সকল নম্বর মুছে ফেলে। এতে মোতালেবের সন্দেহ হয়।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে। এক পর্যায়ে গভীর রাতে তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন স্ত্রী তার স্বামীর অন্ডকোষে আঘাত করে। ফলে রাগের বশবর্তী হয়ে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছে মোতালিব মিয়া।
উপপরিদর্শক আরও বলেন, হত্যার পর ভোরে স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে বাড়ির মালিকের সন্দেহ হয়। তখন বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাঞ্চনের মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেবকে আটক করা হয়েছে।
✪উপদেষ্টা ☞বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম/এন ইসলাম(অব:প্রাপ্ত সেনা কর্মকর্তা)
✪সম্পাদক ও প্রকাশক ☞ এমডি এস ইসলাম
☞ For Advertisements:- ads.samakalinkagoj@gmail.com.
☞ For News:- samakalinkagoj@gmail.com
✪ সম্পাদকীয় বানিজ্যিক ও প্রধান কার্যালয়:-মতিঝিল বা/এ,ঢাকা-১২১২
✪ আঞ্চলিক কার্যালয়:-২৪০,বি বি রোড,চাষাড়া-নারায়নগঞ্জ-১৪০০
✆ Tel No:-02-47650077, 02-2244272
✆Cell No+8801885-000126, +8801754-605090
☞web- www.samakalinkagoj.com
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪➤ রেজি ডি/এ নং-৬৭৭৭