তাকসিম এ খান ও ডা. সেলিনা হায়াৎ আইভী। পুরোনো ছবি
অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন তাকসিমের দেশত্যাগেও নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট সহ আত্মসাৎ এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে।
এর আগে গত ২১ আগস্ট তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিলো। ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সুষ্ঠু তদন্ত সহ অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক বলে জানায় দুদক। আবেদনটি আমলে নিয়ে আদালত এ নিষেধাজ্ঞা পূর্ণরায় স্থায়ী আরোপ করেন।
এছাড়াও অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিচারক গত ৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেট সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেন।
তবে বুধবার (১৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ পায়। পরবর্তীতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী নাসিক সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন।
অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে আশংকা সহ বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজনীয়। আবেদনটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
Editor & Publisher-M.S Islam
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.