প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৫:৪৮ পি.এম
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে সেবাগ্রহীতা কর্মশালা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক দাতা সংস্থাদের সমন্বয়ে সেবা গ্রহিতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ই নভেম্বর) হাসপাতালের অডিটোরিয়ামে বিএনএসবি'র অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলার অন্যান্য উপজেলা প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আলোচনায় বক্তব্য রাখেন বিএনএসবি'র ব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল মান্নান, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার এ.কে.বদরুল আলম, দি ক্রেড হলোজ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার জান্নাতুন আদন, চীফ এক্সিকিউটিভ নাজমি সাবিনা এবং শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশন বড়লেখার চেয়ারম্যান সাংবাদিক এম. এম আতিকুর রহমান।
কর্মশালায় প্রত্যন্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চক্ষু সেবা ব্যাপকভাবে পৌঁছে দেওয়া এবং করনীয় সম্পর্কে আলোচকরা দিকনির্দেশনার পাশাপাশি গ্রুপ সিদ্ধান্তসহ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে। সেই সাথে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার কর্তৃক সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের গরীব অসহায় মানুষের কল্যাণের ভুয়সী প্রশংসা করা হয়েছে। এতে বিএনএসবি ফ্রী মেডিক্যাল ক্যাম্প এবং ল্যান্স সহ চক্ষু অপসারণের অনন্য অবদান চলমান রাখা এবং আরও ব্যাপকভাবে চক্ষু সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.