প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ৬:১৪ পি.এম
মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
দীর্ঘ দিনের বিভেদ ভুলে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে দলীয় কর্মসূচি পালনে একমঞ্চে বসে বক্তব্য দিয়েছে জেলা বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
এম নাসের রহমান সহ নবগঠিত কমিটি দিনের প্রথম প্রহরে মৌলভীবাজারের বাহার মর্দন নিজ বাড়িতে নবগঠিত জেলা কমিটি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এর সন্মানে শ্রদ্ধা জানিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার বিকালে শহরের পৌরসভা মিলনায়তনে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই অনুষ্ঠান।
জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান সহ দলের সিনিয়র নেতাদের। এসময় অনুষ্ঠানস্থলের ভিতর ও বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম নাসের রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটে যাওয়া সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে ৭ ই নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন বলেই ৭ ই নভেম্বর আমাদের জন্য তাৎপর্যপূর্ণ।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য, মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ভিপি মিজানুর রহমান, আব্দুল মুকিত, আশীক মোশাররফ, হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, মারুফ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
✪উপদেষ্টা ☞বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম/এন ইসলাম(অব:প্রাপ্ত সেনা কর্মকর্তা)
✪সম্পাদক ও প্রকাশক ☞ এমডি এস ইসলাম
☞ For Advertisements:- ads.samakalinkagoj@gmail.com.
☞ For News:- samakalinkagoj@gmail.com
✪ সম্পাদকীয় বানিজ্যিক ও প্রধান কার্যালয়:-মতিঝিল বা/এ,ঢাকা-১২১২
✪ আঞ্চলিক কার্যালয়:-২৪০,বি বি রোড,চাষাড়া-নারায়নগঞ্জ-১৪০০
✆ Tel No:-02-47650077, 02-2244272
✆Cell No+8801885-000126, +8801754-605090
☞web- www.samakalinkagoj.com
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪➤ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.