ইব্রাহীম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
জাতীয় সমবায় দিবসে কৃষি ভিত্তিক/সার্বিক উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে কালিগঞ্জের নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।
গত শনিবার খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত কয়েক বছরে সমিতির অর্থে স্থানীয় দুস্থ কৃষকদের ধান উৎপাদন, মৎস্য, পোল্ট্রি, সেলাই মেশিন, গবাদি পশু পালনের জন্য সমিতির সদস্যদের ঋণ সহায়তা প্রদান করা হয়। ২০০১ সালের ৪ ফেব্রুয়ারী নিবন্ধন পায় প্রতিষ্ঠানটি। যার নিবন্ধন নং-০৬/সাত। প্রতিষ্ঠানটি কৃষি, মৎস্য, বনায়ন সহ সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছে। যার প্রেক্ষিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ২০২৪ সালে সম্মাননা পুরস্কারে পুরস্কৃত হন।
নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলাম জানান, শুরু থেকেই উদ্দেশ্য ছিল সমবায়ের ভিত্তিতে কৃষিভিত্তিক গ্রাম উন্নয়ন। মহাজনী ঋণ থেকে বাঁচাতে স্থানীয় চাষিদের নিয়ে সমিতি গঠন করি। পুঁজি গঠন করে সদস্যদের ঋণ দেওয়া হয়। কৃষিভিত্তিক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়ে অবদান রাখায় এই সমিতি বিভাগীয় পুরস্কার পাওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
✪উপদেষ্টা ☞বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম/এন ইসলাম(অব:প্রাপ্ত সেনা কর্মকর্তা)
✪সম্পাদক ও প্রকাশক ☞ এমডি এস ইসলাম
☞ For Advertisements:- ads.samakalinkagoj@gmail.com.
☞ For News:- samakalinkagoj@gmail.com
✪ সম্পাদকীয় বানিজ্যিক ও প্রধান কার্যালয়:-মতিঝিল বা/এ,ঢাকা-১২১২
✪ আঞ্চলিক কার্যালয়:-২৪০,বি বি রোড,চাষাড়া-নারায়নগঞ্জ-১৪০০
✆ Tel No:-02-47650077, 02-2244272
✆Cell No+8801885-000126, +8801754-605090
☞web- www.samakalinkagoj.com
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪➤ রেজি ডি/এ নং-৬৭৭৭