
ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরার দেবহাটায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন শাখা বিএনপি।সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা যুগ্মআহবায়ক মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সচিব , ডাকসুর নেতা ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, হাসান সারাফি,আলতাফ হোসেন,সুমন পারভেজ, মোঃ মাসুম বিল্লাহ,এ্যাড.জাহাঙ্গীর কবীর বাবু,গোলাম মোস্তফা,রিয়াজুল ইসলাম মোল্যাসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।সমাবেশে উপস্থিত বক্তারা বলেন,বিএনপি’র নাম ভাঙিয়ে দখলবাজী, চাঁদাবাজী করা চলবে না। যদি কেউ দখলবাজী, চাঁদাবাজীতে লিপ্ত হয় তার দায় দল নেবে না। যারা বিগত দিনে আওয়ামী লীগের সুবিধা নিয়ে এখন বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের দলে কোন সুযোগ নেই।
এমনকি দলের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে থেকে কোন ক্ষতিকারার চেষ্টা করে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তী সরকার দেশে সংস্কার কাজ শুরু করেছে। আমাদের উচিত হবে সরকারকে সহযোগীতা করা। ইতোমধ্যে সরকারকে বিপদে ফেলতে আওয়ামী লীগের দোষররা বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন শেখ হাসিনার সময় দিনের ভোট রাতে হয়েছিল। ইভিএম নামের দানব মেশিনে জনগনের ভোট চুরি করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছিল। কিন্তু সেই দিন আর ফিরে আসবে না। আগামী দিনে জনগনের ভোটে নির্বাচিত প্রার্থী দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এটা ভাববেন না স্বৈরাচার পালিয়েছে বিএনপি ক্ষমতায় এসে গেছে। এটা ভাবলে ভুল করবেন। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যান, মানুষের কাছে যেয়ে কথা বলেন। তাদের কাছে তারেক জিয়ার বার্তা পৌঁছে দিন। বিগত দিনে আমরা অনেক নির্যাতনে শিকার হয়েছি। কিন্তু আমরা এই দিন বাংলাদেশের মাটিতে ফিরে আসুক তা চাই না। সেজন্য সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিতে হবে।শুরুতে মহিউদ্দীন সিদ্দিকীর নেতৃত্বে শতশত নেতা কর্মীর অংশগ্রহনে সখিপুর বাজার থেকে একটি র্যালী বের করে সখিপুর মোড়ে সমাবেশে সমবেতন হন।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.