প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৪:৫৫ এ.এম
টংঙ্গীবাড়ীতে চড়া দামে বিক্রি হচ্ছে বীজ-আলু, মনিটরিংয়ে ইউএনও

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে চড়া দামে বিক্রি হচ্ছে বিদেশ থেকে আমদানী করা বীজ আলু।
বুধবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে বীজ আলুর সংকটের কথা বলে বিক্রেতারা ৫০ কেজি ওজনের বীজ আলুর বাক্স বিক্রি করছেন ২৫ হাজার টাকা দরে।চড়া দামে বীজ আলু বিক্রির সংবাদ পেয়ে উপজেলার টংঙ্গীবাড়ী বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফারজানা ববি মিতু।গত বছর এই উপজেলায় এ সময়ে প্রতিটি বীজ আলুর বাক্স ৭-৮ হাজার টাকা।খাওয়ার আলুর মূল্য বৃদ্ধির সাথে তাল মিলে এবার বীজ আলুর দাম ও দেশের ইতিহাসে সর্বোচ্চ।উচ্চ ফলনশীল ডায়ামন্ট,কার্ডিনাল, এগ্রিকো,হিরু,মুল্টা প্রভূতি জাতের আলু বীজ বিদেশ থেকে আমদানী করা হয়।তবে ব্রাক ও এসি আইয়ের প্রতিটি বাক্স ২০-২১ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে।আর বিএডিসির ৪০ কেজি ওজনের বীজ বিক্রি হয় ৬ হাজার ৫ শত টাকা বস্তা।স্থানীয় কৃষক নুর হোসেন মৃধা জানান,উপজেলার টংঙ্গীবাড়ী,দিঘিরপাড়,বেতকা,বালিগাও,আড়িয়ল, বাঘিয়া বাজারসহ প্রতিটি বাজারেই প্রায় একই মূল্যে বীজ বিক্রি হচ্ছে।বীজ বিক্রেতারা দোকান ঘুরে বীজের বাক্স কম রাখলেও তাদের গোডাউনে রয়েছে পর্যপ্ত বীজের বাক্স,কেউ কেউ নিজের বাড়িতেও গোপনে সংরক্ষন করছে বীজের বাক্স। আমদানী কমের কথা বলে দিন দিন বাড়াছে এসব বিদেশী বীজ আলুর দাম।সরজমিনে গিয়ে দেখাযায় টংঙ্গীবাড়ী বাজারে বীজ আলুর বাক্স সাজিয়ে বসে আছে বিক্রেতারা আর কৃষকরা দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছে।কৃষক বারেক মিয়া জানান,এবার বাক্সের আলু লাগাতে পারবো না।আমরা জমিতে আলু বিক্রি করছি ৬০০ টাকা মন আর এখন কিনে খাই ২৮০০ টাকা মন।এবার সারের দাম বেশি, জমির বাৎসরিক ঠিকা দাম বেশি,কাজের বদলী, ওষুধ,আগাছা পরিস্কার,পানি দেয়া সব কিছুরই খরচ বেশি।উপজেলা কৃষি কর্মকতা জয়নুল আলম তালুকদার জানান-চলতি মৌসুমে ৯০৯৪ হেক্টর জমিতে আলুর আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষক পর্যায়ে ১৯ হাজার মেট্রিক টন বীজ আলু রয়েছে।বীজ আলুর দাম কৃষকদের জন্য অত্যান্ত বেশি হয়ে গেছে।এত দামে আলু কিনলে কৃষকরা লাভবান হতে পারবে না।উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান,আমদানী করা বীজ আলুর বিষয়ে আমরা বাজার মনিটরিং করেছি। আমদানী পর্যায়ে ক্রয় মূল্য দেখে যৌক্তিক দামেই বীজ আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের জানিয়েছি।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.