প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ৬:৩৯ পি.এম
চিকন চাকার রিক্সা পালা করার সিদ্ধান্ত বন্ধ করনে মানববন্ধন
আলী হোসেন রনি,ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি।।
১১,নভেম্বর-২০২৪ ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গনে জেলা রিক্সা ও মিশুক মালিক কল্যাণ সমিতির উদ্যোগে চিকন চাকা রিক্সা পালা করার সিদ্ধান্ত বন্ধ করণ প্রসঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রিক্সা ও মিশুক মালিক কল্যাণ সমিতির (সাধারণ সম্পাদক)মোঃ আইনুল্লাহ,(সহ-সম্পাদক)মোঃ হাতেম আলী,সহ প্রমুখ।
উল্লেখ্য যে সিটি কর্পোরেশন নির্ধারিত নবায়নকৃত বৈধ অটো রিক্সা লাইসেন্স(৪৫০০)এর বিপরীতে শহরটিতে প্রায় দ্বিগুণ অবৈধ রিক্সা ও পালাহীন মিশুক,অটো,ইজিবাইক, শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানজট সৃষ্টি,অনৈতিক ভাড়া এবং ছিনতাই সহ জন-জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।এ সকল অবৈধ যানবাহন স্থায়ী অপসারনের মাধ্যমে সিটি কর্পোরেশনের যানজট মুক্ত নগরী করতে সক্ষম।আমরা সকল মালিক কল্যাণ সমিতি প্রশাসন কে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নগর বাসিকে নেয্য সেবা দিয়ে নাগরিকে প্রত্যাশিত নাগরিক জীবন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের মত স্বল্প উদ্যোক্তা (মহাজন)ও দরিদ্র শ্রেণীর চালক কে পালা প্রথায় সংযুক্ত না করে দরিদ্র জনগোষ্ঠীর পরিবার ও সন্তানদের সুন্দর জীবন নিশ্চিতসহ বেকারত্ব দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা অক্ষুন্ন রাখতে যৌক্তিক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানাচ্ছি।
এক বক্তব্যে মোঃ আইনুল্লাহ(সাধারণ সম্পাদক)জেলা রিক্সা ও মিশুক মালিক সমিতি তিনি বলেন যানজট নিরসনে আমাদের মতামত ও পদক্ষেপ সমূহ:
১,সিটি কর্পোরেশনে এলাকায় অবৈধ ও লাইসেন্স বিহীন রিক্সা মিশুক অটো ইজি বাইক চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে অপসারণ ও ডাম্পিংয়ের ব্যবস্থা করা।
২.সিটি কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত বৈধ লাইসেন্সধারী মালিক ও চালক গনের স্বচ্ছ তালিকা প্রণয়ন এবং মালিক সংগঠন ও প্রশাসনকে অবহিত করা।
৩.অটো বাইককে পাবলিক পরিবহন হিসেবে চিহ্নিত করে নির্দিষ্ট স্টপেজ ব্যবস্থা করে নাগরিক সৌন্দর্য বৃদ্ধি ও নিয়ম তান্ত্রিকভাবে পরিচালনা করা সম্ভব।
৪.সকল রিক্সা মিশুক অটো বাইক ও ভ্যানচালক কে অবশ্যই চালক লাইসেন্স বাধ্যতামূলক করা।
৫.হকারদের অবৈধ ফুটপাত দখলের ফলে মারাত্মক জান জটের সৃষ্টি করে তাই নগরের বিভিন্ন উন্মুক্ত স্থানে সাপ্তাহিক খোলা বাজার ব্যবস্থা করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করন সহ আরো বেশ কিছু দাবী উত্থাপন করেন জানা যায়।
Editor & Publisher-M.S Islam
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.