প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ৫:৪১ পি.এম
গাইবান্ধায় সোনালী ব্যাংক থেকে অভিনব কায়দায় গ্রাহকের টাকা চুরি
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলা সোনালী ব্যাংকের ভেতরে সেবা নিতে আসা ছামাদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলার সোনালী ব্যাংকের প্রধান শাখায় অভিনব কায়দায় দুই চোর ওই গ্রাহকের টাকা চুরি করে পালিয়ে যান।
ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে টাকা জমা দিতে যান এক বৃদ্ধ। এ সময় টাকা বের করে কাউন্টারে টেবিলে রাখেন। তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তি ঘুরঘুর করছিলেন। তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে টাকা ওয়ালা বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেন এবং বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানান।
বৃদ্ধ তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা সেই সুযোগে নিয়ে পালায় ওই দুই চোর। পরে গ্রাহক বিষয়টি ব্যাংক সংশ্লিষ্টদের জানালে তারা পুলিশে খবর দেন।
সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদের আরও সতর্ক হতে হবে। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে অবগত করেছি। তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।'
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ছামাদ মিয়া থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরদের ধরতে পুলিশ কাজ করছে।
✪উপদেষ্টা ☞বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম/এন ইসলাম(অব:প্রাপ্ত সেনা কর্মকর্তা)
✪সম্পাদক ও প্রকাশক ☞ এমডি এস ইসলাম
☞ For Advertisements:- ads.samakalinkagoj@gmail.com.
☞ For News:- samakalinkagoj@gmail.com
✪ সম্পাদকীয় বানিজ্যিক ও প্রধান কার্যালয়:-মতিঝিল বা/এ,ঢাকা-১২১২
✪ আঞ্চলিক কার্যালয়:-২৪০,বি বি রোড,চাষাড়া-নারায়নগঞ্জ-১৪০০
✆ Tel No:-02-47650077, 02-2244272
✆Cell No+8801885-000126, +8801754-605090
☞web- www.samakalinkagoj.com
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪➤ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.