রিটার্নে জনপ্রিয়তা পাচ্ছে অনলাইন..!
অনলাইন ডেস্ক।।
আয়কর রিটার্ন জমায় রবিবার (৩ নভেম্বর) থেকে কর অফিসগুলোতে শুরু হচ্ছে মাসব্যাপী সেবা কার্যক্রম। মেলার মতো পরিবেশ নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়কর রিটার্ন জমা নিতে এবারও কর অফিসে বিশেষ ব্যবস্থা থাকছে করদাতাদের জন্য। নভেম্বরজুড়ে এক ছাদের নিচে মিলবে রিটার্ন পূরণ, ইটিআইএন নেওয়াসহ নানা সেবা। এ জন্য প্রস্তুত করা হয়েছে সারা দেশের ৪১ কর অঞ্চলের ৬৫০ সার্কেল। পাশাপাশি থাকছে অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক।
জানা গেছে, এবারও সরকারি কর্মচারিদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসাবে এনবিআর, যা চালু থাকবে ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। এছাড়া শেরে বাংলা নগরে সরকারি কর্মচারীরা ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই সেবা পাবেন। বিগত বছরের মতো এবারও সেনা মালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
অবশ্য অনলাইনেও রিটার্ন জমায় জোর দিচ্ছে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অনলাইনে রিটার্ন পূরণে কোনও কাগজপত্র জমা দিতে হবে না।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমরা আয়করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেওয়া যাবে। এর ফলে আর ট্যাক্স অফিসে যেত হলো না, ব্যাংকে যেতে হলো না। অথচ রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র।’
কয়েক বছরের চেষ্টায় অনলাইন ট্যাক্স রিটার্ন জমার ব্যবস্থা আরও উন্নত করেছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, etaxnbr.gov.bd সাইটে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আয়-ব্যয়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হবে। আপলোড করতে হবে না কোনও দলিলপত্র। অনলাইনেই মিলবে রিটার্ন জমার প্রমাণপত্র।
এবার ঢাকার দুটিসহ চার সিটি করপোরেশনের সরকারি কর্মচারীদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকসহ কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও একই নিয়ম করা হয়েছে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.