প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ১১:২১ এ.এম
আমি মৌলভীবাজারে “এনজয়” করতে আসিনি: পুলিশ সুপার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে, তাদেও ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, বিভিন্নভাবে অন্য ব্যক্তি দিয়ে তদবির করে দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন অনেকে। তিনি হুশিয়ার করে বলেন, এমন চেষ্টা আর কেউ করবেন না। ফ্যাসিস্টদের অত্যাচার কি মানুষ ভুলে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অনেক সাহসীকতার পরিচয় দিয়েছে। আমরা তাদের সাধুবাদ জনাই।
রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ’র সঞ্চালনায় পুলিশ সুপার আরো বলেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তারা সরে যায়নি। এখানে তাদের ব্যবসা-বানিজ্য আছে। প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, ফেসবুকে নানা গুজব ছড়ানো হচ্ছে। আমাদের আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, আমি মৌলভীবাজারে “এনজয়” করতে আসিনি। আমাদেরও জবাবদিহীতা আছে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসবেন আমাকে “ধরবেন”, প্রশ্ন করবেন। সরকার আমাকে বেতন দিচ্ছে। সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা, জমি দখল,যানজটসহ নানা বিষয় নিয়ে কথা বলেন, এসময় এক সাংবাদিক জেলা প্রশাসনের অধিনে থাকা জেলা শহরের আদালত সড়কস্থ জজ কোর্ট-এর বিপরীতে প্রায় ১০ শতক জমি জবর দখল করে যত্রত্রত যানঝট লাগানো হচ্ছে উল্লেখ করে বলেন, ৪ মাস আগে জেলা প্রশাসন সদর উপজেলার মিউনিসিপ্যালিটি মৌজার ১০৫ জেএলস্থিত ১৪টি দাগে প্রায় ১০ শতক ভূমি এসব অবৈধ দখলদারীদেও নোটিশ দিলেও তারা কোন অদৃশ্য কারণে সড়ে যাচ্ছেনা।
তিনি বলেন, সরকারি প্রায় ১ কোটি টাকার এ ভূমি উদ্ধার করা হলে আদালত সড়কে যানজট সিংহভাগ কমে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী বলেন, জেলা শহরে “৪ খলিফা” নামের যে চক্রের কৃতকর্ম লোকমুখে ও গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার হচ্ছে, আমরা আশা করছি প্রশাসন দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসবে।
তিনি আরও বলে,জেলার রাজনগর উপজেলার কালারবাজারে পানি উন্নয়ন বোর্ডেও কোটি কোটি টাকার জমি ভরাট করছে এমন খবর আমরা সম্প্রতি পেয়েছি। কিন্তু এই জমি উদ্ধার হচ্ছে না। দ্রুত পূণরুদ্ধার প্রক্রিয়ায় আনার জোর দাবি জানান তিনি।
গভায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশরী মোঃ কায়সার হামিদ, সেনাবাহীনির মেজর মোস্তফা আনোয়ারুল আজীজ, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.