প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১০:২৪ এ.এম
মণিপুরিদের ঐতিহ্যবাহী রামলীলা উৎসব আগামী ১৫ নভেম্বর
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
বৃহত্তর সিলেট বিভাগের আদিবাসী সম্প্রদায় মণিপুরিদের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৫ই নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে।
মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। রাস উৎসবে যোগ দিতে অধীর আগ্রহে সবাই। আগামী শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরি পাড়ার বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গি সমূহ। কোথাও চলছে রাস নৃত্যের মহড়া। কোথাও রাখাল নৃত্যের। নৃত্যকে নিখুঁতভাবে উপস্থাপনে ব্যস্ত সময় পার করছে মণিপুরি পাড়ার ছেলেমেয়েরা।
মাধবপুর জোড়া মণ্ডপে ১৮২তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। এবার হবে তাদের ৪২তম রাস উৎসব। এ উৎসবকে ঘিরে উপজেলার মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরি সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ-উৎসবে। কমলগঞ্জে উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থানসহ ভারত থেকেও মণিপুরি সম্প্রদায়ের লোকজন ছুটে আসতে শুরু করেছে।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবার মাধবপুর জোড়া মণ্ডপে মহারাসলীলা আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টায়। অনুষ্ঠান চলবে পরদিন ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত। এ ছাড়া একই দিন উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাসলীলা অনুষ্ঠিত হবে। এ উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি চলছে।
(Editor & Publisher-Islam)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.