বিচারপতির কথা নিয়ে আদালত কক্ষে হট্টগোল..!
অনলাইন ডেস্ক।।
আদালতে আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার(১৫ অক্টোবর) সংশ্লিষ্ট বেঞ্চ থেকে বিচারপতি আতোয়ার রহমান খানকে সরিয়ে দেওয়া হয়।
আতোয়ার রহমানের স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিচারপতি কে এম হাফিজুল আলম। এছাড়াও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জিনাত হক। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানা গেছে।
এর আগে প্রধান বিচারপতির কাছে একটি লিখিত অভিযোগ দেন কয়েকজন আইনজীবী। এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ৭ নম্বর কোর্টে মামলার দৈনন্দিন কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের নিমিত্তে আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আজ সকালে আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। তিনি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে মামলাগুলো ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেন না। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’ এর পর ক্ষিপ্ত হয়ে বিচারপতি আতাউর রহমান খান ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবীকে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে। আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।’ এ সময় আইনজীবীরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানালে ততক্ষণাৎ বিচারপতি উক্ত এজলাস ছেড়ে চলে যান।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.