ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি বসতবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুধু লুটপাট করে বা ভাংচুর করেই ক্ষান্ত হয়নি এই গ্যাং ভাঙ্গা বাড়ির ভেতরে নিয়মিত জুয়া খেলার রমরমা আসর বসিয়েছে বলেও একটি গোপন মাধ্যম তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের মৃত মহিউদ্দিনের মেয়ে আসমার তিন কক্ষ বিশিষ্ট হাফ বিল্ডিং বসতঘরে ভাংচুর লুটপাট চালিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহিন,সানি,খালেক, আলামিন গং। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সন্ত্রাসী দল এই ঘটনাটি করেছে বলে জানান ভুক্তভোগী আসমা বেগম। ঘটনার রাতে বাড়িটির দেয়াল ভেঙে বারান্দার স্টীলের গ্রিলসহ দরজা জানলাগুলো খুলে ঘরের ভেতর প্রবেশ করে সমস্ত আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আসমা বেগম বাড়িতে এসে লুটপাট ভাংচুর এর ভয়াবহতা দেখে শাহিন, সানি, আলামিন, ফয়সাল,খালেক, খাইরুল সহ অজ্ঞাত আরো দশ পনের জনের নামে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে কান্নাজড়িত কণ্ঠে আসমা বেগম প্রতিবেদককে জানান তার মৃত বাবার স্মৃতি বিজড়িত এই বাড়িটি সন্ত্রাসীরা এভাবে তছনছ করে দিয়েছে অবশিষ্ট ইটের দেয়াল গুলো ছাড়া ঘরের ভিতরে কিছুই রাখেনি শাহিনের এই গ্যাং। তিনি আরো বলেন এলাকার কোন লোকজন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। এদের বিরুদ্ধে যে কথা বলে তাকেই মেরে ফেলার হুমকি দেয়। তাছাড়া যেই প্রতিবাদ করতে আসে তার বাড়িঘর ভাঙচুর সহ নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়। প্রতিবেদকের গোপন অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর আরো কিছু তথ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,এই শাহিন, সানি এলাকায় নিজেদের একটা সিন্ডিকেট এর মাধ্যমে সন্ত্রাসী বলয় সৃষ্টি করেছে। কিছু নেতার ছত্রছায়ায় তাদের সন্ত্রাসবাহিনী বিভিন্ন জায়গায় অপকর্ম করছে নিয়মিত। আইনের চোখে ধুলো দিয়ে নিয়মিত আপরাধ করেই চলছে এই গ্যাং।সদ্য আসমা বেগমের বাড়ি ভাংচুর লুটপাট তারই প্রতিচ্ছবি বহন করে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অচিরেই এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন এলাকার সচেতন মহল।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.