প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ৫:৫০ পি.এম
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আয়ুব হোসেনের পথসভা
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ সংসদীয় আসন দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ (আংশিক) এলাকায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুলের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরা আগমন উপলক্ষে নলতা বাজার এলাকা থেকে একটি আনন্দ মিছিল চৌমুহুনী এলাকায় পথসভা সমবেত হন। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অডিনেটর ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল। তিনি বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় স্বৈরাচারী সরকারের বাহিনী দিয়ে হামলা, মামলা সহ বিভিন্ন দমন নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু গত ৫ আগস্ট এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা কে দেশ ছাড়া করে স্বৈরাচারের কবর রচনা করেছে। আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। আমি আপনাদের ভালবাসবো আপনারাও আমাকে ভালবাসা দিবেন। এর থেকে বেশি কিছু চাই না। আমি আপনাদের মাঝে নেতা হতে আসিনি। আমি চাই একজন কর্মী হয়ে আপানাদের পাশে থাকব। আপনারা হবে নেতা, আমি আপনাদের কর্মী। বিএনপি’র পক্ষ থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। দল আমাকে যোগ্য মনে করলে আমাকে মনোনয়ন দিয়ে ধানের শিষের পক্ষে জাতীয় সংসদে প্রতিদ্ব›দ্বীতা করব। দল যদি না চাই আমাকে মনোনয়ন দেবে না। আমাকে মনোনয়ন দেওয়া না হলেও আমি দলের পক্ষে কাজ করে যাব। আমি নির্বাচিত হলে সব মানুষের অধিকার নিয়ে কাজ করব। এখানে সব ধর্মের, সব শ্রেণির মানুষ নিজের স্বাধীনতায় বসবাস করবে। নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হতে দেব না। এদিকে বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং বিএনপি’র প্রায়ত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, জাসস আহবায়ক মুরশিদ হোসেন, আশাশুনি উপজেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন, নলতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি গাজী মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্থরের মানুষ।
এর আগে ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন। পথসভা শেষে নলতায় খান বাহাদুর আহছান উল্লাহ (র.) এঁর কবর জিয়ারত করেন।
(Editor & Publisher-Islam)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.