প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১১:০৮ এ.এম
মুন্সীগঞ্জে রাস্তা খোঁড়াখুঁড়িতে সীমাহীন যানজটে নাজেহাল জনজীবনে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌর শহরে রাস্তা খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ আরও কয়েক দফা বেড়েছে। জনদুর্ভোগের পাশাপাশিতে এখানে নতুন করে অসহনীয় যানবাহনে যানজট তৈরি হয়েছে। ভোগান্তির সীমা সর্ব রেকর্ড ছাড়িয়ে গেছে।মেরামত কাজটি পরিকল্পিত না হওয়ায় দুর্ভোগ বেড়েছে।পৌর কর্তৃপক্ষের এদিকে নজর নেই।পথে পথে যানজটের মাত্রা এতটা বেশি যে সাধারণ মানুষকে অনেকটা সময় পথেই বসে থাকতে হচ্ছে।অনেকে শহরের প্রধান সড়কের যানজট লেগে থাকার কারণে বিকল্প সড়ক পথে চলতে গিয়ে সেখানেও জট।শহরের লিঙ্ক রোডগুলো সরু হওয়ায় সেখানেও যানজট।শহরের সুপার মার্কেট শহীদ চত্বর থেকে পুরনো কাচারি পর্যন্ত মানুষকে যানজট মোকাবিলা করতে হচ্ছে নিত্যদিন।ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।শহরের বিভিন্ন অংশের ফুটপাত দখল দোকানপাট এবং সড়কের ওপরই পার্কিং পরিস্থিতি জটিল করে তুলেছে।শহরের ফুটপাত দখলকারীদের কাছ থেকে বিগত সরকারের চাঁদাবাজরা তোলা নিয়ে মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়।কিন্তু এখন দোকানপাট আরও বেড়েছে,এর পেছনে কারা?এই প্রশ্ন এখন শহরবাসীর।শহরকে অচল করে দিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হলেও দেখার কেউ যেন নেই।খোদ পৌর ভবনের সামনে গেলেই বোঝা যায় কি হ-য-ব-র-ল অবস্থা।বেশির ভাগ সড়ক দখল করে দোকানপাট।আর আল্লাহু চত্বরে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড এবং ফ্রি স্টাইল পার্কিং।ট্রাফিক পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।মুন্সীগঞ্জ সুপার মার্কেটের পূর্ব অংশের পেছন দিকের প্রধান সড়কটি হচ্ছে শহরের প্রাণ কেন্দ্র।এ সড়ক পথ দিয়েই শহরের প্রধান যানবাহনগুলো চলাচল করে থাকে। এ সড়ক পথের নূরজাহান ভবনের আধুনিক হাসপাতাল থেকে মেথরপট্টি পর্যন্ত প্রায় ছোট বড় ১০ থেকে ১৫টি গর্ত রয়েছে রাস্তার মাঝখানে। মেথরপট্টির আরও দক্ষিণের ১শ’ হাতের রাস্তার মধ্যেও রয়েছে অনুরূপ গর্ত।বিগত দিনে যানবাহন চলাচলের জন্য গর্তের মাঝখানে রাবিশ ফেলা হয়। অটোরিক্সা চালক আব্দুল কাদির মিয়া জানান, গর্তগুলো এড়িয়ে চলতে গিয়েই নিত্যদিন যানজট বেড়েছে।সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যানজট খুব রেশি ছিল।এরপরও এই জট স্থায়ী হয় আরও কয়েক ঘণ্টা।পরে রাতেও জট দেখা যায়। অনেক পথচারীই বলছেন রাস্তা মেরামতে পৌর কর্তৃপক্ষের পরিকল্পনার বড় অভাব পরিলক্ষিত হচ্ছে।রাস্তা সংস্কারের কাজ করছেন রয়েল ট্রেডার্স। তিনটি ভাগে প্রায় ৩১ লাখ টাকার সংস্কার কাজ চলছে।মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জ প্রেসক্লাব থেকে মেথরপট্টি বাজার সড়কের কাজ শুরু হবে।এখন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সড়কের কাজ চালছে।রোগীর কারণে আগে এ সড়কের শুরু করতে হচ্ছে।হাসপাতাল সড়কের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০তলা ভবন থেকে মানিকপুর তৃতীয়তলা মসজিদ পর্যন্ত অংশের গর্ত এখন আর নেই।শীঘ্র এখানে পিচ ঢালাই হবে। শহরের অন্যান্য রাস্তাও দ্রুতই মেরামত করে আপাতত: দুর্ভোগ লাঘব করা হবে।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.