প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ১১:৪০ এ.এম
মুন্সীগঞ্জে ছয়দিনে চব্বিশ ব্যবসায়ীকে ২৫ হাজার ৫’শত টাকা জরিমানা
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক অভিযানে পাঁচ দিনে ২০ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গেল ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।২৬ অক্টোবর বিকাল সাড়ে চারটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সদরের চর ডুমুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি,ডিম,মুরগি,ফল,রেস্টুরেন্ট ও ওষুধের দোকান সমূহে তদারকি করা হয়।দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এসহাক খান কে পাঁচশত টাকা জরিমানা এবং দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী প্রদর্শন ও সংরক্ষণ করায় মো:খোরশেদ আলম কে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:হামিদুল ইসলাম।এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় জলিল ফল ভান্ডারকে পাঁচশত টাকা এবং তাজুল স্টোরকে পাঁচশত টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এর আগে গেল ১৯ অক্টোবর বিকেল ৪ টা থেকে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত সদর উপজেলার পূর্ব দেওভোগ,হাট লক্ষিগঞ্জ ও মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।এসময় উপজেলার পূর্ব দেওভোগ মনোয়ারা পোল্ট্রি ফার্মে ডিমের বিক্রয় মূল্যের রশিদ যাচাই করা হয়।পরে হাটলক্ষীগঞ্জ মেসার্স আব্দুল মতিন ট্রেডার্স ডিমের আড়তে ডিম ক্রয় বিক্রয়ের ভাউচার সমূহ যাচাই করা হয়।এরপর মুক্তারপুর এলাকায় মোক্তার হোসেনের ডিমের দোকানে মনিটরিং কালে দেখা যায় ডিমের মূল্য তালিকা প্রদর্শন করছেন না করায় এবং ডিম বিক্রির সময় ভাউচার না দেওয়ায় মোক্তার হোসেন কে ২ হাজার টাকা জরিমানা করেন।২১ অক্টোবর বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সিপাহিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ডিম,মুরগী,মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় আনোয়ারের মুরগির দোকানকে পাঁচশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।এছাড়া মুল্য তালিকা প্রদর্শন না করায় আলম সবজি ঘরকে এক হাজার টাকা, মাসুম স্টোরকে এক হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য বিক্রি করায় নাজমা বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ।এর আগে ২৩ অক্টোবর বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সদরের লোহারপুল বাজার ও উত্তর মহাকালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়। লোহারপুল বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করায় মো:হৃদয় কে পাচশত টাকা,মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় কবির ঢালিকে পাচশত টাকা জরিমানা করেন।এছাড়াও উত্তর মহাকালী বাজারের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় নিজাম মোল্লাকে এক হাজার টাকা ও জালাল মোল্লাকে পাঁচশত টাকা,দোকানে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য সংরক্ষণ ও বিক্রয় করায় মো: আজিম হাওলাদার কে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।গত ২৪ অক্টোবর দুপুর একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সদরের ধলাগাও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি ও কনফেকশনারি দোকান সমূহে তদারকি করা হয়।মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের জন্য প্রদর্শন করায় মো: বুলবুল দেওয়ানকে দুই হাজার টাকা, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় লাবু ঘোষকে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা।এছাড়া মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য বিক্রি করায় সুবর্ণা কনফেকশনারিকে এক হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ।গত ২৫ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সদরের শহর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি,ডিম,সবজি,মাছ ও মাংসের দোকান সমূহে তদারকি করা হয়।মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো: কবিরকে এক হাজার টাকা,দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মো:মহসিন শেখকে এক হাজার টাকা এবং দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় গিয়াস উদ্দিনকে পাঁচশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমন গোস্ত ঘরকে এক হাজার টাকা,খান খাশির গোস্ত ঘরকে এক হাজার টাকা এবং দেওয়ান সবজি ঘরকে পাঁচশত টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ।
অভিযানগুলোতে উপস্থিত থেকে সহযোগিতা করেন,জেলা প্রানীসম্পদ কর্মকর্তার প্রতিনিধি জেলা ট্রেনিং অফিসার ডা: ফারুক আহমেদ,জেলা কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসেন সিয়াম,জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম, ক্যাব মুন্সীগঞ্জের প্রতিনিধি শাহনাজ বেগম।আরো উপস্থিত ছিলেন,শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, আজিম আহমেদ,মাহমুদা আফরিন রজনী, আরাফাত ইসলাম প্রীতম,এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সদস্যরা।
Editor & Publisher-M.S Islam
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.