প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ২:৫০ পি.এম
মুন্সীগঞ্জের চরাঞ্চলে আ’লীগ-বিএনপি সংঘর্ষ: ৪৫ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শোলারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহারে ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:খলিলুর রহমান।তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় নিপা সরকার (২৫) নামে গুলিবিদ্ধ এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।এ ঘটনায় সোলারচর গ্রামের স্থানীয় বাসিন্দা সাকান সরকারের স্ত্রী শাহনাজ বেগম (৪৫)বাদী হয়ে রবিবার সকালে ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলার উল্লেখযোগ্য আসামী হলেন-আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:সুরুজ মিয়া বেপারী,আধারা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো:মুজিবুর ভুঁইয়া,স্থানীয় আওয়ামী লীগ কর্মী তাহমিদ বেপারী,তারা মিয়া ও জহিরউদ্দিন বেপারীসহ আরও ২৯ জন।এ ছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ১৫ জনকে।
এদিকে,এ ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।হামলা ও সহিংসতার আতঙ্কে বাড়ি ও গ্রামছাড়া রয়েছে অন্তত শতাধিক নারী-পুরুষ।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান,ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া পরবর্তী সংঘাত কিংবা সহিংসতার মতো ঘটনা এড়াতে চলছে গোয়েন্দা নজরদারি।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.