অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর শিশু অপহরণের ঘটনার সুত্রপাত মূলত মাকে বিয়েতে রাজি করতে ব্যর্থ হয়েই শিশু কন্যা সন্তানকে অপহরণ করে।এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) রাতে র্যাব-১১'র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানান।
প্রসঙ্গত উল্লেখ্য যে,এর আগে সোমবার নাসিক সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূলহোতা মাহবুর আলম পারভেজকে গ্রেপ্তার করে র্যাব-১১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করলে র্যাব-১১,এর একটি চৌকস অভিযানিক দল কুমিল্লার কোতয়ালি মডেল থানার কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার অপর সহযোগী শাকিল আহমেদ রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অপহৃত শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়।
জানা গেছে, আসামি মাহবুর আলম পারভেজ সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। অপর আসামি শাকিল আহমেদ রুবেল (৪৩) কুমিল্লার মুরাদপুর এলাকার সাঈদ আহম্মেদের ছেলে।
র্যাব-১১, প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অপহৃত শিশুটির মা মাহমুদা সুলতানা ইলুর দূ:সর্ম্পকের আত্মীয় মাহবুর আলম পারভেজ।দু'জনই একই এলাকায় বসবাসের সুবাদে তাদের বাসায় যাতায়াত ছিল। দুই সন্তানের জননী ইলুর সঙ্গে তার স্বামীর সম্পর্কের টানাপোড়েন সহ অবনতি হলে ইলু তার পিতার বাসায় সন্তানদেরকে নিয়ে বসবাস করতে থাকে।তখন সুযোগ সন্ধানি পারভেজের সঙ্গে ইলুর সর্ম্পক গড়ে উঠে।
এর পরবর্তীতে পারভেজ ইলুকে বিবাহের প্রস্তাব দিলে ইলু তা প্রত্যাখান করে। এরই জেরে মাহবুর আলম পারভেজ গত ৬ অক্টোবর ভোরে রাগের বশবর্তী হয়ে প্রচন্ড ক্ষোভে পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে ফোন করে ঘরের দরজা খুলতে বলে।এরপর ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বাইরে নিয়ে যান। পরে পারভেজ সুযোগ বুঝে তার সহযোগী শাকিল আহমেদ রুবেলকে দিয়ে শিশুটিকে ঘুড়তে যাওয়ার ছলে কুমিল্লায় পাঠিয়ে দেয়।
এ ঘটনায় ভিকটিম শিশুর পিতা খালেকুজ্জামান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।এরপর মামলার বিষয়টি র্যাবকে অবহিত করলে গুরুত্বতার সাথে র্যাব তা আমলে নিয়ে, প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে একজনকে এবং তারই দেয়া তথ্য সূত্রে কুমিল্লা থেকে অপর অপহরণকারী সহ শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.