প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৬:৩০ পি.এম
ময়মনসিংহ জেলা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবস্থান ধর্মঘট
আলী হোসেন রনি,সদর উপজেলা(ময়মনসিংহ) প্রতিনিধি।।
চাকুরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
মঙ্গলবার (১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে তারা এ কর্মসূচি করেন। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে কর্মবিরতিতে জেলার বিভিন্ন দপ্তরের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয়। ১ থেকে ৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা কর্মবিরতি করবেন বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন-সার্ভিসের
সেলিম হাসান( ভালুকা), মতিউর রহমান (সদর), শহিদুল ইসলাম (এলএ শাখা), সুদের কুমার মন্ডল, জহিরুল ইসলাম, আরশেদুল ইসলাম, হুমায়ুন কবির খান, মামুন হোসেন, ফিরোজ হোসেন(জেলা পরিষদ), মহিউদ্দিন আহাম্মদ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, সারোয়ার আলম, আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম ফয়সাল, নাজমুল হোসাইন, হায়দার আলী, ফয়সাল, বেলাল হোসাইন, রেজাউল ইসলাম, আকাঈদুল ইসলাম, ইউনুস আলী মিঠু, রেজাউল করিমসহ প্রমুখ।
সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বলেন, ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। তাই চাকরি ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি করে আসছে।
তারা আরো বলেন, ২০১৪ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রণালয়কে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের ২য় শ্রেণীর পদমর্যাদা প্রদান তথা বেতন গ্রেড উন্নীত করার নির্দেশ প্রদান করা হলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। তাই আমরা দ্রুত ঐ নির্দেশনা বাস্তবায়নের দাবি জানাই। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশের সকল জেলার জেলা প্রশাসকের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা /দপ্তর প্রধানগণের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং গত ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের "মাওলানা আকরাম খাঁ" হলে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীদের বৈষম্যে ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয়।
Editor & Publisher-M.S Islam
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.