প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৫:১৭ পি.এম
ময়মনসিংহে বিএসটিআই’র আয়োজনে ‘বিশ্ব মান দিবস-২০২৪’ অনুষ্ঠিত
ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি।।
১৪ অক্টোবর,৫৫তম বিশ্ব মান দিবস অনুষ্ঠিত।পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘Shared vision for a better world’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে মান’। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
বিশ্ব মান দিবস উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা পরিষদ সম্মেলনে কক্ষ.ময়মনসিংহ.এরই অংশ হিসেবে বিএসটিআইর উদ্যোগে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা। সভাসহ। প্রধান অতিথির উপস্থিতি ছিল । উম্মে সালমা তানজিয়া ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।
বিষেশ অতিথ ছিলেন.ডিআইজি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ময়মনসিংহ ড.মোঃ আশরাফুল রহমান।
জনাব মোঃ আবুল কাশেম. সভাপতি ক্যাব ময়মনসিংহ.মূল প্রবন্ধ উপস্থাপন. ড. রায়হান হাবিব. স্বাগত বক্তব্য রাখেন . জনাব মোঃ শাহ আলম. উপ পরিচালক (রসায়ন) ও অফিস প্রধান. বিএসটিআই. বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ ।
প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিটিআরসির মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া, ময়মনসিংহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড লাগানো হয়েছে।
বিশ্বব্যাপী এসডিজির গোলগুলোকে প্রাধান্য দিয়ে ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালন করা হবে। এ বছর এসডিজির গোল-৩ অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে। বিশ্বায়নের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের মূলে রয়েছে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থা, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগ করেছে নতুন মাত্রা। ডিজিটাল উৎপাদন ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি মানুষের জীবনব্যবস্থাকে করেছে আরও উন্নত, সহজতর, নিরাপদ ও সুরক্ষিত। এই পরিবর্তনের সঙ্গে নিজেদের টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
সভাপতি করেন. জনাব. মুফিদুল আলম জেলা প্রশাসক ময়মনসিংহ।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.