অনলাইন ডেস্ক।।
গঠনতন্ত্র অনুযায়ী বিনা নোটিশে পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারনে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদগুলো বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (৩০ অক্টোবর) নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে বিসিবির পঞ্চম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভা শেষে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের সকলের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা পাপ্পা ও নাজিব আহমেদ।
এ ছাড়া আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এ দিনের বোর্ড সভায়।
এদিকে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলোর মৃত্যুর কারনে আরও একটি পদ শূন্য হয়েছে। সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বোর্ড সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে নাজমুল আবেদীনকে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেবে কমিটি।
এ ছাড়াও দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে বিপিএলের নতুন সূচি।
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর, শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া, সাকিব আল হাসানের জাতীয় দলে ভবিষ্যৎ ও আফগানিস্তান সিরিজে খেলা এবং সহকারী কোচ নিয়োগের ব্যাপারেও সভায় আলোচনা হয়। তবে এসব ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
✪উপদেষ্টা ☞বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম/এন ইসলাম(অব:প্রাপ্ত সেনা কর্মকর্তা)
✪সম্পাদক ও প্রকাশক ☞ এমডি এস ইসলাম
☞ For Advertisements:- ads.samakalinkagoj@gmail.com.
☞ For News:- samakalinkagoj@gmail.com
✪ সম্পাদকীয় বানিজ্যিক ও প্রধান কার্যালয়:-মতিঝিল বা/এ,ঢাকা-১২১২
✪ আঞ্চলিক কার্যালয়:-২৪০,বি বি রোড,চাষাড়া-নারায়নগঞ্জ-১৪০০
✆ Tel No:-02-47650077, 02-2244272
✆Cell No+8801885-000126, +8801754-605090
☞web- www.samakalinkagoj.com
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪➤ রেজি ডি/এ নং-৬৭৭৭