প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১০:১০ এ.এম
দৌলতপুরে মসজিদ-কবরস্থানের টাকা নিয়ে বিএনপির দু’গ্রুপ সংঘর্ষে আহত-৮

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের কমিটি এবং টাকা রাখা নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী পূর্বপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের জমাকৃত টাকা একই এলাকার মসজিদ ও কবরস্থানের কমিটির সদস্য আসমত আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের কাছে জমা রাখা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদ ও কবরস্থানের কমিটি বাতিল করে জমা থাকা অর্থের দাবি করেন একই এলাকার বিএনপি নেতা আলী আকবর। বিএনপি নেতা আলী আকবরের এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায় বিএনপিপন্থী মসজিদ ও কবরস্থানের কমিটির সদস্যরা। এনিয়ে গত বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরের ওপর হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ও বোমার বিষ্ফোরণ ঘটানো হয় বলে আতঙ্কিত এলাকাবাসী জানায়।
প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হলে তাদের মধ্যে জনি ইসলাম (৫০), হেকমত আলী (৩৫), আলমগীর (৩৫), বকুল হোসেন (৪৭), আলী আকবর (৪৫) ও রুবেল (৪০) কে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছেন। উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অন্তত ৫টি বিভিন্ন অপরাধের মামলাও রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের কমিটি নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এখানে গুলির কোন ঘটনা ঘটেনি। এখনও কেউ মামলা দায়ের করেনি এবং এ ঘটনায় কেউ আটকও হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.