প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৫:১৬ পি.এম
দৌলতপুর ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যার আরও ১ আসামি গ্রেপ্তার
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈমউদ্দীন সেন্টু হত্যা মামলার আরো এক আসামি নাঈম (২২) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে লক্ষীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একইদিন সন্ধ্যায় লক্ষীপুর থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়। নাঈম দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মহসিন সর্দারে ছেলে। এ নিয়ে ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি সহ ২জন আসামি গ্রেফতার হলো। নাঈম ইউপি চেয়ারম্যান হত্যা মামলার ৫নম্বর এজাহার নামীয় আসামি। আজ শুক্রবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। এসময় আসামির রিমান্ড চাইবে পুলিশ। এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক। এর আগে ১৪ অক্টোবর রাতে পাবনার গোবিন্দপুর এলাকা থেকে মামলার ১ নম্বর প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৫) গ্রেপ্তার করে র?্যাব। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে সেন্টু চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দেয়া, সন্ত্রাসীদের আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনকে সহায়তা করা, শূন্যপদ তৈরি করে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখা এবং সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের জন্য পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর। হত্যার ঘটনায় ১লা অক্টোবর নিহতের ছেলে আহসান হাবিব (কনক) বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-১। এতে তরিকুল ইসলাম টুকুকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি করে মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার অপর পলাতক আসামিদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার সোহাগ হোসেন ওরফে গিট্টু (২২), রওশন (২৩), রাসেল (২৭), লালন (২৬), শামসের আলী গিট্টু (২৩), আল আমিন (২০), হিমেল (২৭) ও ইরাক (৩০)। নিহত নঈমউদ্দিন সেন্টু ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তিনি একই এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।
Editor & Publisher-M.S Islam
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.