প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১০:৩০ এ.এম
দূর্গোৎসবে পুজামন্ডপ কেন পাহারা দিতে হবে প্রশ্ন❓মুন্সীগঞ্জে রিজভী

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
পূজামন্ডপ পাহারা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বলেছেন,পূজায় কেন পাহারা দিতে হবে? আজ থেকে ২৫-৩০ বছর আগে আগে তো এটি দিতে হয়নি। বরং যত পূজা ঘনিয়ে আসতো আমাদের যারা মুসলমান ছেলে-মেয়ে, স্কুল-কলেজ,ইউনিভার্সিটিতে পড়ি আমাদের মধ্যেও একটি আনন্দের হিল্লোল পড়ে যেত।তিনি বলেন, আমাদের সংস্কৃতিতে বিভাজন তৈরি করেছে পরাজিত শক্তি এবং তার দোসররা।কারণ তারা বিভাজন করে ক্ষমতায় থাকতে চায়।শনিবার(১২ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন,পাকিস্তান আমলে ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল।কিন্তু তখনও মানুষ স্বাধীনতা ভোগ করেছে।তখনও দেশের হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে।তাহলে আজকে কেনো পূজামণ্ডপে পাহারা দিতে হয়?দেবালয়ে সতর্ক থাকতে হয়? দীর্ঘ কয়েক বছরের কর্তৃত্ববাদী শাসনে এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে।ওরা যদি ক্ষমতায় যায় হিন্দুরা জায়গা জমি নিয়ে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে না।আমরা দেখেছি হিন্দুদের যত এনিমি প্রপার্টি আছে সব তাদের দখলে।যাদের ৫ আগস্ট পতন হয়েছে।তিনি আরো বলেন,আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে জনগণের নাম করে ১৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ তো জনকল্যাণের জন্য,এই ঋণ পুল কালভার্ট নির্মাণের জন্য,এই ঋণ কৃষি-শিল্প-স্বাস্থ্য উন্নয়নের জন্য।কিন্তু ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।পাচার করেছে শেখ পরিবার,সাবেক প্রধানমন্ত্রীর ছেলেরা,তার ভাই-ভাতিজারা।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.