প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৬:১০ পি.এম
ছিনতাইয়ের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের ৪ নেতা আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ট্রাকচালকের সহকারী নূর হোসেনকে মারধর করে ও অস্রের ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের চার নেতা কর্মীকে গ্রেফতার করছে র্যাপিড আকশন ব্যটালিয়ন র্যাব ১১ এর সদস্যরা৷
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ রুবেল (৩৪), জুয়েল রানা (২২), সাদিকুল ইসলাম সুজন (৪০) ও মোঃ সোহেল রানা (৪০)৷ ভুক্তভুগী ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বলেন, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় সড়কে ট্রাকটি বিকল হয়ে পড়লে তিনি ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েন৷ কিছুক্ষণ পরেই ওই ৪ জনে সেখানে গিয়ে নুরহোসেনকে ডেকে তুলে মারধর শুরু করে এবং অস্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোন ছিনতাই করে৷ চলে যাওয়ার সময় ছিনতাইকারীরা নুহোসেনকে এ ঘটনা কাউকে জানালে হত্যা করারও হুমকি দেয়৷
রাতেই নুরহোসেন বিষয়টি র্যাব -১১ এর দপ্তরে গিয়ে অভিযোগ করলে রাতেই নাসিক ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে র্যাব সদস্যরা কৃষক দলের ওই ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে৷ গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকমতদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়৷ এ ঘটনায় ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বাদী হয়ে ওই ৪ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন৷ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ অবশিষ্ট টাকা তারা খরচ করে ফেলেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছে৷
গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম সুজন নাসিক ৫ নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ- সভাপতি মোঃ সোহেল রানা একই ওয়ার্ডের সাধারন সম্পাদক, মোঃ জুয়েল রানা কোষাধ্যাক্ষ এবং রুবেল সাধারন সদস্য বলে জানাগেছে৷ কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখারা আহবায়ক মোঃ তৈয়ম হোসেন বলেন, তাদেরকে কমিটি দিয়েছিলাম কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় কমিটি বিলুপ্ত করেছি৷ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল মামুন ওই চারজনের নামে ছিনতাই মামলা হয়েছে বলে স্বীকার করেন৷
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.